মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি
মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই ঘরে ঘরে আসুক খুশির খবর। আর সেই লক্ষ্যেই ১০ লক্ষ চাকরি দিতে ‘রোজগার মেলা’ (Rozgar Mela) শুরু হতে চলেছে ২২ অক্টোবর। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন বক্তব্যও রাখবেন তিনি। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে। জানা গিয়েছে এই উদ্যোগের মাধ্যমে ১০ লক্ষ চাকরি দেবে বিজেপি সরকার। পিএমও সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে ৭৫,০০০ জনকে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ইমরান খানকে 'অযোগ্য' ঘোষণা, প্রতিবাদে নির্বাচন কমিশনের দফতরের সামনে চলল গুলি
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২২ অক্টোবর বেলা ১১ টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মেলার সূচনা করবেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠান চলাকালীনই ৭৫,০০০ জনকে নিয়োগপত্র দেওয়া হবে। রিপোর্ট মোতাবেক এই ৭৫ হাজার যুবক-যুবতি কেন্দ্রের ৩৮টি মন্ত্রক ও নানা বিভাগে যোগদান করবে। গ্রুপ - এ, গ্রুপ - বি, গ্রুপ - সি, গ্রুপ -ডি ইত্যাদি যে কোনও স্তরেই নিয়োগ করা হতে পারে এই যুবক-যুবতিদের। সেন্ট্রাল আর্মড ফোর্সেস পার্সোনেল, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনো, পিএ, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এমটিএস ইত্যাদি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর একটি বিবৃতি জারি করে জানিয়েছে, "তরুণদের জন্য চাকরির সুযোগ প্রদান এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর ক্রমাগত প্রতিশ্রুতি পূরণের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগ মিশন মোডে চলে গিয়েছে। অনুমোদিত পদের বাকি পদ দ্রুত পূরণের জন্য কাজ করছে, বিবৃতিতে বলা হয়েছে। এউপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে।
গ্রুপ এ (গেজেটেড) বিভাগে ২৩৫৮৪ টি শূন্যপদ, গ্রুপ বি (গেজেটেড) ২৬২৮২ টি, গ্রুপ বি (নন-গেজেটেড) ৯২৫২৫ টি এবং গ্রুপ সি (নন-গেজেটেড) ৮.৩৬ লাখ শূন্যপদ রয়েছে। শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রকেই ৩৯৩৬৬ টি গ্রুপ বি (নন-গেজেটেড) এবং ২.১৪ লক্ষ গ্রুপ সি শূন্যপদ রয়েছে। রেলের ২.৯১ লক্ষ গ্রুপ সি পদ রয়েছে এবং গৃহ মন্ত্রানালয়ে ১.২১ লক্ষ গ্রুপ সি (নন-গেজেটেড) শূন্যপদ রয়েছে।
প্রসঙ্গত গত জুন মাসেই কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলিতে কত জন কাজ করছে তা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তিনি আগামী দেড় বছরে ১০ লক্ষ কর্মী নিয়োগের আদেশ দিয়েছিলেন। দ্রুত নিয়োগের জন্যেই এই ব্যবস্থা।
Tags: