img

Follow us on

Wednesday, Oct 30, 2024

PM Vishwakarma Yojana: শিল্পী-দরদি মোদি সরকার, স্বল্প সুদে ঢালাও ঋণ বিশ্বকর্মা যোজনায়

১৭ সেপ্টেম্বর চালু হচ্ছে কেন্দ্রের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম, কারা পাবেন সুবিধা?

img

প্রতীকী ছবি

  2023-09-14 13:52:06

মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে ৩০ লাখ শিল্পী পেতে চলেছেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমের (PM Vishwakarma Yojana) সুবিধা। চলতি বছরের বিশ্বকর্মা পুজো রয়েছে ১৭ সেপ্টেম্বর। এদিনই শুরু হবে এই নয়া প্রকল্পের। যদিও আবেদন গ্রহণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পটি চালু করবেন। মোদি সরকারের এই যোজনা অনুযায়ী দেশের চিরাচরিত শিল্পীরা প্রথম দফায় পাবেন ১ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং তারপরে ২ লাখ টাকা ঋণ। বাজার থেকে অনেক কম সুদে মাত্র ৫ শতাংশ হারে এই ঋণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রথম দফায় ১ লাখ টাকা ঋণের ক্ষেত্রে মেয়াদ থাকবে ১৮ মাস এবং দ্বিতীয় পর্বের ২ লাখ টাকা ঋণের ক্ষেত্রে মেয়াদ থাকবে ৩০ মাস। এর পাশাপাশি টুল কিটস কিনতে তাঁদের দেওয়া হবে ১৫ হাজার টাকাও।

মন্ত্রিসভার বৈঠকে ১৬ অগাস্ট অনুমোদন পায় স্কিম

গত ১৬ অগাস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম (PM Vishwakarma Yojana)। জানা গিয়েছে, স্বর্ণকার, তাঁতি ,নাপিত, চর্মকার ধোপা সহ নানা পেশার সঙ্গে যুক্ত মানুষরা এর ফলে উপকৃত হবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এর জন্য বরাদ্দ করা হয়েছে ১৩ হাজার কোটি টাকা। স্কিল ট্রেনিংও দেওয়া হবে শিল্পীদের। প্রশিক্ষণের সময় প্রতিদিন তাঁরা ভাতা বাবদ ৫০০ টাকা করে পাবেন। জানা গিয়েছে, এই ঋণের ক্ষেত্রে যাঁরা আবেদন করবেন তাঁদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং যে কোনও পরিবার থেকে মাত্র একজন সদস্যই এই প্রকল্পের (PM Vishwakarma Yojana) সুবিধা নিতে পারবেন। এ বিষয়ে নরেন্দ্র মোদি গতমাসেই বলেছিলেন, ‘‘যাঁরা চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাঁরাই পাবেন এই সুবিধা। এই বিশ্বকর্মা যোজনার মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হবেন। ওবিসি সমাজেরও ব্যাপক সুবিধা হবে।’’

একনজরে দেখে নেব কারা পাবেন এই সুবিধা

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী দর্জি, ধোপা, মালা প্রস্তুতকারক, নাপিত, পুতুল এবং খেলনা প্রস্তুতকারক, ঝুড়ি/ মাদুর  প্রস্তুতকারক, রাজমিস্ত্রি, মুচি (চর্মকার)/ জুতোর কারিগর, ভাস্কর (মূর্তিকার, স্টোন কার্ভার), কুমোর, স্বর্ণকার, হাতুড়ি এবং টুল কিট প্রস্তুতকারক, কামার, নৌকা নির্মাতা এবং কাঠমিস্ত্রিরা পাবেন এই প্রকল্পের (PM Vishwakarma Yojana) সুবিধা। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

bangla news

Bengali news

Pm Vishwakarma Yojana


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর