img

Follow us on

Thursday, Sep 19, 2024

Kerala MBBS Scam: কেরলে ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেন! ইডির তলব চার্চ বিশপকে

কেরালা হাইকোর্টে দায়ের করা এক মামলায় অভিযোগ করা হয় চার্চ বিশপ ও তাঁর সহযোগীরা ডাক্তারিতে আসন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ টাকার উপরে ক্যাপিটেশন ফি আদায় করেছিলেন।

img

কেরালা মেডিক্যাল কলেজ।

  2022-07-27 16:43:21

মাধ্যম নিউজ ডেস্ক: টাকার বিনিময়ে বহু ছাত্রকে কেরলে (Kerala) ডাক্তারিতে ভর্তি করা হয়েছিল। তিরুঅনন্তপুরমের কারাকোনামের ডাঃ সোমারভেল মেমোরিয়াল সিএসআই মেডিকেল কলেজে (Karakonam Medical College scam) ভর্তির প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিলেন চার্চ অফ সাউথ ইন্ডিয়া (CSI)-র বিশপ এ ধর্মরাজ রাসালাম (Bishop A Dharmmaraj Rasalam)। পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর ছাত্রদের থেকে এই টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। কেরল হাইকোর্টে দায়ের করা এক মামলায় অভিযোগ করা হয় চার্চ বিশপ ও তাঁর সহযোগীরা এমডি এবং এমবিবিএস-এ আসন বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ টাকার উপরে ক্যাপিটেশন ফি আদায় করেছিলেন। কিন্তু পরে ওই ছাত্রদের ভর্তি করা হয়নি।

আরও পড়ুন: কর্ণাটকে কুপিয়ে খুন বিজেপি যুব মোর্চার নেতা

কেরলে এমবিবিএস, বিডিএস এবং এমডি কোর্সে (MD and MBBS) ভর্তির জন্য সেই রাজ্যেরই বাসিন্দা হতে হয়। কিন্তু নন-কেরলাইটদের জন্য টাকা  নিয়ে আসন বরাদ্দের প্রতিশ্রুতি দেন এ ধর্মরাজ রাসালাম। এমবিএস বা এমডি আসনের প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত ফি দাবি করা হয়। কারাকোনামের এই কলেজটি সংখ্যালঘু মর্যাদার প্রতিষ্ঠান। তাই এখানে ৫০ শতাংশ আসন মেধাতালিকার ভিত্তিতে প্রস্তুত করা হয় আর বাকি অর্ধেক আসন থাকে সংরক্ষিত। এই সংরক্ষিত আসনগুলিতে টাকা নিয়ে ভর্তি করার কথা বারবার শোনা গিয়েছে। এজন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জাল শংসাপত্রও তৈরি করা হয়েছে বলে অভিযোগ। ওই জাল শংসাপত্র তৈরি করে টাকা নিয়ে ছাত্রদের ভর্তি করা হয়, বলে দাবি।

আরও পড়ুন: অর্পিতা মুখোপাধ্যায়ের কোথায় কী কী সম্পত্তি? উত্তর খুঁজতে দিকে দিকে হানা ইডি-র

এই দুর্নীতিতে যুক্ত বিশপ রাসালামকে জিজ্ঞাসাবাদের জন্য কোচিতে ডেকে পাঠিয়েছে ইডি (ED)। টাকা দিয়ে ভর্তির জন্য ইতিমধ্যেই ১১জন এমবিবিএস ছাত্রের ভর্তি বাতিল করেছে কেরল হাইকোর্ট। সোমবার তিরুবনন্তপুরমে মেডিকেল কলেজ এবং চার্চ অফ সাউথ ইন্ডিয়ার (সিএসআই) অফিসে ১৩ ঘণ্টা অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি বিশপ এ ধর্মরাজ রাসালামের অফিস, চার্চ সেক্রেটারি টিটি প্রবীনের বাসভবন, মেডিক্যাল কলেজের প্রাক্তন ডিরেক্টর ডাঃ বেনেট আব্রাহাম এবং মেডিক্যাল কলেজের অফিসেও এদিন অভিযান চালায়।

Tags:

Community Certificate for MBBS Seat

Kerala Church-Run College was Allegedly Laundering Money

Bishop A Dharmmaraj Rasalam


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর