img

Follow us on

Saturday, Jan 18, 2025

RSS: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মুক্তি চাইল আরএসএস

Dattatreya Hosabale: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবলে

img

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে (ফাইল ছবি)

  2024-11-30 17:19:01

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। গতকাল শুক্রবার চট্টগ্রামে ফের একবার তিনটি মন্দিরে হামলার ঘটনা সামনে এসেছে। এই আবহে সেদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। এক বিবৃতির মাধ্যমে তিনি, হিন্দুদের ওপর হামলা বন্ধ এবং ইসকনের গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলেছেন। আরএসএস-র তরফ থেকে দত্তাত্রেয় হোসাবলে বলেন, ‘‘বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সকল সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের হামলা চলছে। বিশেষ করে মহিলাদের উপরে হামলা, খুন, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ এবং অমানবিক অত্যাচারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এর তীব্র নিন্দা জানায়।’’

হিন্দুদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে বাংলাদেশে

একইসঙ্গে ওই বিবৃতিতে (RSS) আরও বলা হয়েছে, ‘‘লক্ষ্য করা যাচ্ছে, সেখানকার সরকার এই ধরনের হামলা বন্ধ করতে সঠিক পদক্ষেপ করতে পারছে না। শুধুমাত্র তাই নয়, এই হামলা নিয়ে একেবারেই নীরব থাকছে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের প্রশাসন। সরকারের কাছে সহযোগিতা না পেয়ে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা যখন নিজেদের অধিকার রক্ষা করতে গর্জে উঠছে, নিজেদের আত্মরক্ষার অধিকারের দাবিতে রাস্তায় নামছে, তখন তাদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে।’’ ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো বাংলাদেশ সরকারের অন্যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা এবং চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে।’’

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস বলল আরএসএস (RSS)

দত্তাত্রেয় হোসাবলে (Dattatreya Hosabale) আরও বলেন, ‘‘বাংলাদেশ সরকার সন্ন্যাসী পূজ্যশ্রী চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে গ্রেফতার করেছে। যিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অন্যতম মুখ। শান্তি ফেরানোর দাবিতে যিনি আন্দোলন করছিলেন।’’ একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বাংলাদেশের ইউনূস সরকারের কাছে আবেদন জানিয়েছে, যে ধরনের হামলা হিন্দুদের ওপর চলছে তা যেন অবিলম্বে বন্ধ হয় এবং চিন্ময়কৃষ্ণ দাসকে যেন মুক্তি দেওয়া হয়।

ভারত সরকারের কাছে সঙ্ঘের (RSS) দাবি 

একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ভারত সরকারের কাছেও দাবি জানিয়েছে যে, সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ  করে। আন্তর্জাতিক স্তরে এই ইস্য়ুতে যেন আলোচনা চালায় মোদি সরকার। ওই বিবৃতি অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ মনে করছে বাংলাদেশের এই সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানোটা কর্তব্য। সারা বিশ্বে শান্তি এবং সম্প্রীতির স্বার্থে।

গতকাল শুক্রবারই ইউনূস সরকারের তীব্র নিন্দা করেছে দিল্লি

প্রসঙ্গত, শুক্রবারই বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় ইউনূস সরকারের তীব্র নিন্দা করেছে দিল্লি। একই সঙ্গে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনি অধিকার সুরক্ষিত রাখার আবেদনও জানাল ঢাকার কাছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আশা করব চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তাঁর আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে।’’

এর আগে, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই বাংলাদেশের নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র এনিয়ে বলেন, ‘‘বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে। ভারত সরকার বিষয়টি নিয়ে চিন্তিত। আমরা লাগাতার বাংলাদেশে আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে কথা বলছি। অন্তর্বর্তী সরকারের কাছেও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদি বিদেশ মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে কোনও বৈঠকের কথা হয়, তাহলে তা জানানো হবে।’’

শুক্রবারই সংসদে বিবৃতি দেন বিদেশমন্ত্রী

শুক্রবারই বাংলাদেশ ইস্যুতে সংসদে লিখিত বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের বিবৃতিতে বিদেশমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রত্যেকটি ঘটনার ওপরেই নজর রাখছে কেন্দ্রীয় সরকার এবং এ সংক্রান্ত রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের দোকান, ঘর, বাড়ি লুট করা হচ্ছে। মন্দিরগুলির ওপরে হামলা চালানো হচ্ছে এবং অন্যান্য ধর্মস্থলগুলিতেও হামলা চলছে।’’ তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা সেখানকার সরকারের দায়িত্ব।

শুক্রবারও হামলা চলেছে চট্টগ্রামে

প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের ওপরে হামলা চলছেই। শুক্রবার, ২৯ নভেম্বর, মৌলবাদীদের একটি দল হামলা চালায় বাংলাদেশের চট্টগ্রামের তিনটি হিন্দু মন্দিরে। প্রত্যেকটি মন্দিরকেই ভাঙচুর করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার চট্টগ্রামের হরিশচন্দ্র মুন্সি লেনে দুপুর আড়াইটা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। শান্তনেশ্বরী মাতৃমন্দির ও তার নিকটবর্তী একটি শনি মন্দির এবং শান্তনেশ্বরী কালীবাড়িতে হামলা করা হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি ভিড় থেকে স্লোগান দিতে দিতে ইট নিয়ে হামলা চালানো হয় মন্দিরগুলিতে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Bangladesh

bangla news

Bengali news

RSS

Sarkaryavah Dattatreya Hosabale

ISKCON Sanyasi Chinamay Krishna Das


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর