img

Follow us on

Friday, Jan 17, 2025

PM Modi: ‘‘মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন উৎসর্গিত ছিল দেশের জন্য’’, লিখলেন নরেন্দ্র মোদি

মদন দাস দেবীর স্মৃতিচারণে একসঙ্গে সংগঠন করার কথা তুলে ধরলেন মোদি

img

নরেন্দ্র মোদি ও মদন দাস দেবী ( সংগৃহীত ছবি)

  2023-08-06 13:11:28

মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘প্রয়াত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন দেশের জন্য উৎসর্গিত ছিল।’’ নিজের লেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এভাবেই স্মরণ করলেন মদন দাস দেবীকে। প্রসঙ্গত, সঙ্ঘের প্রচারক মদন দাস দেবী গত ২৪ জুলাই প্রয়াত হন।

একসঙ্গে সংগঠন করার কথা

প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন,  ‘‘মদন দাস দেবী  একজন চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। যিনি আরামদায়ক জীবন উপভোগ করতে পারতেন। কিন্তু তিনি দেশের কাজকেই জীবনব্রত করেন।’’ নিজের প্রবন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন তাঁর নিজের উপলব্ধির কথা। প্রয়াত সঙ্ঘের প্রচারক মদন দাস দেবীর সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি। বছরের পর বছর ধরে আমি দেখেছি তাঁকে খুব কাছ থেকে। তিনি ছিলেন খুব মৃদুভাষী। সংগঠনের একদম উপযুক্ত। অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন মদন দাস দেবীজি।’’ প্রধানমন্ত্রীর (PM Modi) আরও সংযোজন, ‘‘আমরা দুজনেই একসঙ্গে সংগঠন করতাম। আমরা আলোচনা করতাম যে কিভাবে সংগঠনের শ্রীবৃদ্ধি হবে এবং কার্যকর্তাদের বিকাশ হবে।’’ তাঁর ওই প্রবন্ধে নরেন্দ্র মোদি আরও লেখেন, ‘‘মদন দাস দেবীর জীবন আমাদের দেখিয়ে দিল, ব্যক্তিস্বার্থের থেকে সমষ্টির কথা সমাজের কথা চিন্তা করলে জীবনে ঠিক কী পাওয়া যেতে পারে।’’

দক্ষ সংগঠক মদন দাস দেবী 

প্রধানমন্ত্রী লেখা অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে শক্তিশালী করার কাজে সদা নিয়োজিত ছিলেন মদন দাস দেবীজি। কিন্তু তিনি কখনো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির মধ্যে ঢোকেননি। নরেন্দ্র মোদির (PM Modi) ভাষায়, ‘‘বর্তমান সময়ে তিনটি বিষয় খুব জনপ্রিয়। পিপলস ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং স্কিল ম্যানেজমেন্ট। মদন দাস দেবীজি এ বিষয়ে একদম বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি মানুষকে খুব সহজেই বুঝতে পারতেন। এবং তাঁদের প্রতিভাকে সাংগঠনিকভাবে কাজে লাগাতেন। তিনি মানুষের ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী তাঁদেরকে কাজ দিতেন।’’

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

RSS

madan das devi

PM Mod


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর