img

Follow us on

Wednesday, Nov 20, 2024

RSS: রবিবার শুরু হচ্ছে সঙ্ঘের কার্যকারিণী বৈঠক, রামমন্দিরই প্রধান অ্যাজেন্ডা

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর্বভারতীয় কার্যকারিণী মণ্ডলের বৈঠক অনুষ্ঠিত হবে ৫-৭ নভেম্বর গুজরাতের ভুজে

img

প্রতীকী ছবি

  2023-11-04 21:07:47

মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় কার্যকারিণী মণ্ডলের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৫-৭ নভেম্বর গুজরাতের ভুজে। এর আগেই সঙ্ঘের তরফে জানানো হয়েছিল, বৈঠকে প্রধান ইস্যু হিসাবে থাকতে চলেছে রামমন্দির। প্রসঙ্গত, রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী ২২ জানুয়ারি। সেদিন দেশের প্রতিটি ছোট বড় ধর্মস্থানে উৎসব করার কথা ইতিমধ্যে বিজয়া দশমীর ভাষণেই ঘোষণা করেছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। দেশের বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

সুনীল আম্বেকরের সাংবাদিক সম্মেলন

রবিবার থেকে শুরু হতে চলা এই বৈঠকের আগের দিন সাংবাদিক সম্মেলন করলেন সঙ্ঘের (RSS) সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। আলোচনা করলেন বৈঠকের প্রধান অ্যাজেন্ডাগুলি নিয়ে। সুনীল আম্বেকর এদিন জানান, নাগপুরে চলতি বছরের বিজয়া দশমীর ভাষণে মোহন ভাগবত যে বিষয়গুলি তুলে ধরেছিলেন, সেগুলি নিয়েই আলোচনা হবে। এছাড়াও গত সেপ্টেম্বরে পুনেতে সঙ্ঘের সর্বভারতীয় সমন্বয় বৈঠকে যে বিষয়গুলি উঠে এসেছিল সেগুলিও বিশ্লেষণ করা হবে কার্যকারিণী বৈঠকে। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের যাত্রাপথ শুরু হয়েছিল ১৯২৫ সাল থেকে। সেই হিসাবে ২০২৫ সালে ১০০ বছরে পদার্পণ করছে সঙ্ঘ। আগামী ৫-৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলা বৈঠকে সঙ্ঘের শততম বর্ষপূর্তির রূপরেখাও তৈরি করা হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রশিক্ষণ শিবিরের বিষয়বস্তুতেও বদল আনা হতে পারে বলে জানিয়েছেন আম্বেকর।

সারা দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন এই বৈঠকে

সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের অংশ নেবেন সারাদেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিরাই। সাংগঠনিক ৪৫টি প্রদেশ থেকেই প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। প্রতিটি প্রদেশের সঙ্ঘচালক, কার্যবাহ ও প্রান্ত প্রচারক ছাড়াও সহ-সঙ্ঘচালক, সহ কার্যবাহ, সহ-প্রান্ত প্রচারকরা হাজির থাকবেন এই বৈঠকে। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, সর কার্যবাহ শ্রী দত্তাত্রেয় হোসাবলের উপস্থিতিতে এই বৈঠক হবে। এছাড়াও সঙ্ঘের বিবিধ ক্ষেত্রের সংগঠন সম্পাদকরা এই বৈঠকে অংশ নেবেন। বর্তমানে দেশের পরিস্থিতির সাপেক্ষে অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের (RSS) বৈঠক  অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  এই বৈঠকেই আগামী দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কোন পথে চলবে তার রূপরেখা নির্ণয় করা হবে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

RSS

Ram Mandir


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর