img

Follow us on

Saturday, Jan 18, 2025

Religious Conversion: ভারতে ধর্মান্তকরণে টাকা ঢালছে অ্যামাজন? খবরে তোলপাড় দেশ

একটি পত্রিকার দাবি, আমেরিকান ব্যাপটিস্ট চার্চকে আর্থিক সাহায্য করে অ্যামাজন। এই চার্চ ধর্মান্তকরণ মডিউল চালায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

img

‘দ্য অর্গানাইজার’ পত্রিকার সাম্প্রতিকতম সংস্করণের কভার

  2022-11-16 12:29:54

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতে ধর্মান্তকরণে আর্থিক সাহায্য করে জনপ্রিয় ই-কমার্স জায়েন্ট অ্যামাজন (Amazon)। তথ্য দিয়ে এই বিস্ফোরক দাবি করা হল একটি পত্রিকায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অধিভুক্ত ম্যাগাজিন ‘দ্য অর্গানাইজার’ (The Organizer)-এর সাম্প্রতিক সংখ্যায় এই দাবি করা হয়েছে। আমেরিকান ব্যাপটিস্ট চার্চকে (ABM) আর্থিক সাহায্য করে অ্যামাজন। এবিএম ধর্মান্তকরণ মডিউল (Conversion Module) চালায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যদিও এই দাবি অস্বীকার করেছে অ্যামাজন।

দ্য অর্গানাইজারের প্রতিবেদন

‘দ্য অর্গানাইজার’-এর সর্বশেষ সংখ্যার কভার স্টোরিতে বলা হয়েছে, ‘ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আমেরিকান ব্যাপটিস্ট চার্চ (ABM) দ্বারা পরিচালিত খ্রিস্টানধর্মে রূপান্তরের ছকে অর্থদান করছে। ভারতের বিশাল ধর্মপ্রচারকারী এবং ধর্মান্তকরণ কর্মসূচিতে অর্থদানের জন্য বহুজাতিক কোম্পানিটি এবং ABM-এর মধ্যে অর্থের আদানপ্রদান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবিএম ভারতে অল ইন্ডিয়া মিশন (AIM) নামে একটি কর্মসূচি চালাচ্ছে। এই এআইএম তাদের সামনের সারির সংগঠন, যারা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ্যে দাবি করেছে যে তারা উত্তর-পূর্ব ভারতে ২৫ হাজার মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছে।’

‘আশ্চর্যজনক ক্রস কানেকশন’ শিরোনামে ওই কভার স্টোরিতে AmazonSmile লোগো-সহ Amazon-এর মাধ্যমে AIM-এর তহবিলে আবেদনের একটি তথাকথিত ট্যুইট পোস্ট করে দাবি করা হয়েছে, অ্যামাজন ভারতের প্রতিটি কেনাকাটার অর্থ এবিএমের ধর্মান্তকরণ মিশনে দান করে থাকে। 

আরও পড়ুন: বেসরকারি পরীক্ষাগারে গেলেই ধরা পড়ছে ডেঙ্গি! আর সরকারি কেন্দ্রে?

অ্যামাজন মানতে নারাজ

যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অ্যামাজন। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, অল ইন্ডিয়া মিশনের সঙ্গে তাদের কোনওরকম সম্পর্ক নেই। আর অ্যামাজন ইন্ডিয়ার বাজারে AmazonSmile বলে কোনও কর্মসূচি নেই। যেখানে AmazonSmile কর্মসূচি রয়েছে, সেটা একটা দাতব্য বিষয়। যেখানে গ্রাহকরা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে থেকে কোনও দাতব্য সংস্থায় অর্থদান করতে পারেন।

উল্লেখ্য,  সম্প্রতি জোরপূর্বক ধর্মান্তকরণ (Forced Religious Conversion) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, জোর করে ধর্মান্তরণ ‘অত্যন্ত গুরুতর বিষয়’। প্রতারণা, প্রলোভন কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্মান্তকরণ রুখতে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলেছে দেশের শীর্ষ আদালত। এই ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে বলেও মত আদালতের, ক্ষুণ্ণ হতে পারে নাগরিকের অধিকার তথা ধর্মীয় অধিকার।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Tags:

Amazon

RSS

RSS Magazine

RSS Magazine targets Amazon

Amazon funding conversions

East


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর