img

Follow us on

Friday, Nov 22, 2024

RSS: সমন্বয় বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায়

উপস্থিত থাকবেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত...

img

ফাইল ছবি।

  2022-12-31 15:00:39

মাধ্যম নিউজ ডেস্ক: সমন্বয় বৈঠকে (Co-ordination Meeting) বসছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, সংক্ষেপে আরএসএস (RSS)। আরএসএসের অনুমোদিত বিভিন্ন সংগঠন এবং ভারতীয় জনতা পার্টির পদস্থ কর্তারা উপস্থিত থাকবেন ওই বৈঠকে। বৈঠক হবে গোয়ায় (Goa), জানুয়ারি মাসের ৫ এবং ৬ তারিখে। এর আগে সর্বভারতীয় এক্সিকিউটিভ বৈঠক হয়েছিল ছত্তিশগড়ের রায়পুরে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হয়েছিল ওই বৈঠক। সেখানে যেসব বিষয়ের ওপর আলোচনা হয়েছিল, মূলত সেগুলির অগ্রগতি নিয়েই আলোচনা হবে গোয়ার সমন্বয় বৈঠকে।

আরএসএস...

বছরভর নানা কর্মসূচি পালন করে আরএসএস (RSS)। সেসবের রূপরেখা তৈরি করতে হয় বৈঠকও। গোয়ার সমন্বয় বৈঠকে উপস্থিত থাকবেন আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিলিন্ড পারান্দে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সংগঠন সম্পাদক আশিস চৌহান, বি সুরেন্দ্রন এবং সংঘের সর্বভারতীয় পদস্থ কার্যকর্তারা। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও উপস্থিত থাকবেন ওই বৈঠকে। গোয়ার এই সমন্বয় বৈঠকে উপস্থিত থাকবেন বিদ্যা ভারতী, ভারতীয় কিষান সংঘ এবং অন্যান্য সংগঠনের প্রবীণ কর্মকর্তারাও। আরএসএস (RSS) সূত্রে খবর, সরসংঘচালক মোহন ভাগবত গোয়ায় থাকবেন জানুয়ারির ২ থেকে ৭ তারিখ পর্যন্ত। যার অর্থ, বৈঠক শুরুর ঢের আগে থেকেই তিনি উপস্থিত থাকবেন গোয়ায়।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীর আমাদের, ফের আমাদের হওয়া উচিত, দাবি আরএসএস নেতার

গোয়ার এই সমন্বয় বৈঠক নিয়ে বিবৃতি জারি করেছে আরএসএস (RSS)। ওই বিবৃতিতে সংগঠনের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানান, সেপ্টেম্বরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে সর্বভারতীয় সমন্বয় বৈঠক হয়েছিল। সেখানে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল। ছত্তিশগড় বৈঠকের রিভিউ মিটিং অনুষ্ঠিত হতে চলেছে গোয়ায়। দু দিন ব্যাপী ওই বৈঠক শুরু হবে নতুন বছরের ৫ জানুয়ারি। তিনি জানান, জানুয়ারির ৭ তারিখে স্থানীয় স্বেচ্ছাসেবকদের গাইড করবেন সরসংঘচালক মোহন ভাগবত।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

Tags:

India

Bengali news

RSS

goa

RSS NEWS

national coordination meeting


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর