Saif Ali Khan Attacked: ‘‘আনুমানিক রাত দুটো নাগাদ একটি শব্দে আমার ঘুম ভেঙে যায়....’’, সইফের বাড়ির কর্মী কী বললেন পুলিশকে?
সইফ আলি খান (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার গভীররাতে নিজের বাড়িতেই ছুরি দিয়ে কোপানো হয় বলিউড অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan Attacked)। ঘাড়ে, হাতে, পিঠে ছয়বার কোপ মারা হয় তাঁকে। গতকাল বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় অভিনেতার। এরই মধ্যে একাধিক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। সইফ-করিনার চার বছরের ছেলে জাহাঙ্গিরের (জেহ্) ঘরে ঢুকেছিল হামলাকারী। দাবি করেছিল ১ কোটি টাকা! এমনটাই খবর পুলিশ সূত্রে। তবে কি টার্গেট ছিল সইফ-করিনার চার বছরের ছেলে? উঠছে প্রশ্ন। সইফ আলি খানের (Saif Ali Khan) ছোট ছেলের দেখভাল করেন এক নার্স। তাঁর নাম ফিলিপ। তিনি পুলিশকে যে বিবৃতি দিয়েছেন, তা এককথায় ভয়াবহ।
পুলিশকে দেওয়া বয়ানে ওই নার্স বলেন, ‘‘আমি ১৫ জানুয়ারি রাত ১১ টা নাগাদ সইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গির (৪) ওরফে জয়বাবাকে খাওয়াই এবং বিছানায় শুইয়ে দিই। আনুমানিক রাত দুটো নাগাদ একটি শব্দে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি সোজা উঠে পড়ি। আমি লক্ষ্য করি বাথরুমের দরজা খোলা ছিল। আলো জ্বলছিল। তখন আমি মনে করলাম যে কারিনা ম্যাডাম জাহাঙ্গিরকে দেখতে এসেছেন। কিছু না ভেবে আমি শুয়ে পড়লাম। কিন্তু অস্বস্তির অনুভূতি থেকেই গেল।’’
পুলিশকে ফিলিপ বলেন, ‘‘এরপর বাথরুমে কে আছে তা দেখার জন্য আমি এগিয়ে গেলাম। তখনই ভিতর থেকে একজন বেরিয়ে এল এবং জাহাঙ্গিরের বিছানার দিকে এগিয়ে গেল। ভয় পেয়ে আমি দ্রুত জাহাঙ্গিরের কাছে গেলাম। আক্রমণকারী তখন আমার দিকে ইশারায় বলল, কোনও শব্দ করবে না। সেই মুহূর্তে জাহাঙ্গিরের আয়া জুনু তিনিও জেগে ওঠেন। লোকটি তাঁকে সতর্ক করে বলেন যে তিনি যেন কোনও শব্দ না করেন! লোকটির বাঁ হাতে একটা লাঠি এবং ডান হাতে একটি লম্বা পাতলা ছুরির মতো জিনিস ছিল।’’
ফিলিপ তাঁর বয়ানে বলেন, ‘‘জাহাঙ্গিরকে রক্ষা করার চেষ্টায় আমি আক্রমণকারীকে বাধা দিলাম। লোকটি তখন ছুরি হাতে আমার ওপর আক্রমণ করে। আমার উভয় হাতকে আহত করে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কী চাও? কত টাকা চাও? সে বলল- এক কোটি টাকা। এমন সময় চিৎকার চেঁচামেচি শুরু হতে করিনা ম্যাডাম ছুটে ঘরে ঢুকে পড়লেন। সঙ্গে ছিলেন সইফ স্যার (Saif Ali Khan)। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে? তুমি কী চাও? লোকটি তখন লাঠি এবং ছুরি হাতে সইফ স্যারকে আক্রমণ করল।’’
ফিলিপ আরও বলেন, ‘‘আর একজন নার্স যিনি ঘরে প্রবেশ করেছিলেন, সেই গীতাকেও আক্রমণ করে ওই দুষ্কৃতি। এরইমধ্যে আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে ওপরের তলায় পালিয়ে গেলাম। এমন সময় হই হট্টগোলে অন্যান্য কর্মীরা ঘুম থেকে উঠে পড়েন এবং যখন ওই ঘরে ঢুকলাম, যেখানে আক্রমণকারী এসেছিল, তখন লোকটিকে কোথাও দেখা গেল না। সইফ স্যারের (Saif Ali Khan Attacked) ঘাড়, ডান কাঁধ, পিঠ, বাম হাতের কব্জি, কুনুইতে আঘাত লাগে, রক্তপাত শুরু হয়। অন্যদিকে নার্স গীতার ডান হাতের কব্জি, পিঠ, মুখে আঘাত লাগে।’’
ওই নার্স জানিয়েছেন যে, লোকটি ৩৫ থেকে ৪০ বছর বয়সি। এবং তাঁর গায়ের রং কালো। শরীর রোগা। লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি। পরনে ছিল কালো প্যান্ট মাথায় টুপি সহ শার্ট ছিল। গোটা মামলার তদন্ত জোরকদমে শুরু করেছে মুম্বই পুলিশ। ইতিমধ্য়েই আততায়ীর খোঁজ করতে গঠন করা হয়েছে বিশেষ টিম। সইফের (Saif Ali Khan) বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। কিন্তু এখনও তাকে গ্রেফতার করা যায়নি। খোঁজ চলছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।