img

Follow us on

Saturday, Oct 05, 2024

Saket Gokhale: ফের গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, কেন জানেন?

চলতি মাসে এ নিয়ে তিনবার গ্রেফতার...

img

গ্রেফতার সাকেত গোখলে।

  2022-12-30 12:28:55

মাধ্যম নিউজ ডেস্ক: ফের গ্রেফতার তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। ক্রাউড ফান্ডিংয়ের টাকা নয়ছয়ের অভিযোগে আবারও গ্রেফতার করা হল তাঁকে। চলতি মাসে এ নিয়ে তিনবার গ্রেফতার হলেন সাকেত। গুজরাট পুলিশের এক আধিকারিক জানান, আহমেদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা গ্রেফতার করেছে সাকেতকে। শুক্রবার দুপুরে তাঁকে নিয়ে আসা হবে আহমেদাবাদে।

প্রধানমন্ত্রীর নামে...

প্রধানমন্ত্রীর (PM Modi) নামে ভুয়ো খবর ছড়িয়েছিলেন বলে অভিযোগ। সেজন্য জাল করেছিলেন নথিও। অন্তত পুলিশের দাবি ছিল এমনই। তার জেরে গ্রেফতার করা হয়েছিল  তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale)। ৬ ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। প্রসঙ্গত, গুজরাটের মরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে সাকেত গোখলের করা একটি ট্যুইটকে ভুয়ো বলে দাবি করে পাল্টা ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরো।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করতে নথি জাল, এই জন্যই গ্রেফতার তৃণমূলের সাকেত

ট্যুইটে সাকেত দাবি করেছিলেন, মরবি ব্রিজ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থলে যাওয়ার খরচ হয়েছিল ৩০ কোটি টাকা। আরটিআই থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছিলেন তিনি। অথচ এমন কোনও আরটিআই ফাইল হয়নি বলেই দাবি করেছিল গুজরাট সমাচার। সূত্রের খবর, আরটিআইয়ের পুরো বিষয়টিই সাকেত গোখলের বানানো। এই ঘটনায় জামিন পাওয়ার পর ৮ ডিসেম্বর ফের গ্রেফতার করা হয় সাকেতকে। সেবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই একই মামলা দায়ের হয়েছিল মরবিতে। পরের দিনই জামিনে ছাড়া পেয়েছিলেন সাকেত। এর পর বৃহস্পতিবার ফের গ্রেফতার হলেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের টাকা নয়ছয়ের।

আরও পড়ুন: ‘মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব’, হীরাবেন মোদির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, মন্ত্রী, নেতানেত্রীর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

tmc

Bengali news

Gujarat

Saket Gokhale

Gujarat police


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর