Shivlinga-Hanuman-Nandi: মাটির নীচে মিলল পুরানো শিবলিঙ্গ, হনুমান মূর্তি, সম্ভালে চাঞ্চল্য…
সম্ভালে উদ্ধার শিবলিঙ্গ, হনুমান, নন্দীর মূর্তি। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের সম্ভালে (Sambhal) বিতর্কিত মসজিদ কাঠামো নিয়ে আগেই ব্যাপক শোরগোল পড়েছিল। এবার এই জেলার মুসলিম অধ্যুষিত এক এলাকায় মাটির নীচ থেকে উদ্ধার হল শিবলিঙ্গ, হনুমান ও নন্দীর মূর্তি (Shivlinga-Hanuman-Nand)। জানা গিয়েছে, ৪৬ বছরের পুরানো মন্দিরের বিগ্রহকে ওই মুসলিম এলাকায় মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিগ্রহ।
সম্ভাল (Sambhal) জেলায় একটি প্রাচীন শিব মন্দির (Shivlinga-Hanuman-Nand) ১৯৭৮ সাল থেকে বন্ধ ছিল। মন্দিরটি ভগবান শিবের। মন্দিরটিকে মুসলমানরা দখল করে মাটি চাপা দিয়ে রেখেছিল বলে অভিযোগ। এলাকায় দুষ্কৃতীরা বিদ্যুৎ চুরি করায় অভিযান চালায় প্রশাসন। উদ্ধার হয় হিন্দু মন্দিরের অবশেষ। সম্ভালের সার্কেল অফিসার অনুজ কুমার চৌধুরী বলেন, “আমরা এলাকায় মন্দির দখলের খবর পেয়েছি। অভিযান চালিয়ে পরিদর্শন করার সময় আমরা একটি মন্দিরের অবশেষ আবিষ্কার করেছি।”
আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে এনআইএ অভিযান, বাজেয়াপ্ত মোটা ডায়েরি, ল্যাপটপ ব্যাগ
সম্ভাল (Sambhal) মহকুমা ম্যাজিস্ট্রেট বন্দনা মিশ্র এলাকা পরিদর্শন করে বলেন, “বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযানের সময় মন্দির উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মন্দিরটি ১৯৭৮ সাল থেকে বন্ধ ছিল। এখন আবার এটি খোলা হয়েছে। মন্দিরের চারপাশে দখলকারীদের থেকে জমি উদ্ধারের কাজ চলছে।” সম্ভাল নগরের হিন্দু সভার পৃষ্ঠপোষক বিষ্ণু শরণ এই মন্দির বন্ধের প্রসঙ্গে বলেন, “এই এলাকার স্থায়ী বাসিন্দা এবং পুরোহিতেরা এলাকা ছেড়ে চলে যাওয়ায় মন্দির বন্ধ হয়ে যায়।”
সম্ভলের (Sambhal) জামে মসজিদ এলাকায় দুষ্কৃতীরা ব্যাপক ভাবে বেআইনি ভাবে বিদ্যুৎ চুরি করে। এই বিষয়ে প্রশাসনের কাছে প্রচুর অভিযোগ জমা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র সহ আরও উচ্চপদস্থ আধিকারিকরা অভিযান চালিয়েছিলেন। এই বিষয়ে জেলা শাসক রাজেন্দ্র পেনসিয়া প্রকাশ বলেন, “এলাকা পরিষ্কার করার সময় মন্দিরের পাশে একটি প্রাচীন কূপেরও সন্ধান পাওয়া গিয়েছে।” হিন্দুদের দাবি, এলাকা দখল করে দীর্ঘ দিনের পুরানো মন্দিরের বিগ্রহকে ষড়যন্ত্র করে মাটির নিচে চাপা দিয়ে হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।