img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sambhal: শিব-হনুমান মন্দিরের পর সম্ভলে উদ্ধার প্রাচীন রাধাকৃষ্ণ মন্দির, শুরু হয়েছে আরাধনা

Radha Krishna temple: সম্ভলের মুসলিম এলাকায় উদ্ধার আরও এক রাধাকৃষ্ণ মন্দির…

img

সম্ভলে উদ্ধার প্রাচীন রাধা কৃষ্ণ মন্দির। সংগৃহীত চিত্র।

  2024-12-18 15:44:55

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভলে (Sambhal) শিব-হনুমান মন্দিরের পরে আরও একটি প্রাচীন মন্দির উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এই রাধাকৃষ্ণ মন্দিরও (Radha Krishna temple) মুসলিম অধ্যুষিত এলাকা হায়াতনগরে অবস্থিত। এই উদ্ধারকৃত মন্দিরে হিন্দু সংগঠনের উদ্যোগে পুনরায় পুজো-পার্বন শুরু হয়েছে। উল্লেখ্য এই রাজ্যে একের পর পর মন্দির আবিষ্কারের ঘটনা ঘটেই চলেছে।

হিন্দু পরিবার মণ্ডলের মধ্যে আবদ্ধ ছিল মন্দির (Sambhal)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভলে (Sambhal) রাধাকৃষ্ণ মন্দিরটি (Radha Krishna temple)  হিন্দু পরিবার মণ্ডলের মধ্যেই আবদ্ধ ছিল। কিন্তু কোনও কারণে হিন্দুরা উচ্ছেদ হলে অথবা জায়গা দখল করলে মন্দির পরিত্যক্ত হয়। এরপর বর্তমানে এলাকার মানুষের কথায় মন্দিরকে পুনরায় খুলে দেওয়া হয়। প্রশাসন এই কাজে সকল ভক্তদের সঙ্গে সহযোগিতা করেছে। তবে সম্ভলে গত কয়েক দশক ধরে হিন্দুদের মন্দির, বাড়ি-ঘর, দোকান, এলাকাগুলিকে দখল করেছে বহিরাগতরা। কিন্তু সম্প্রতি অবৈধ বিদ্যুৎ চুরির ঘটনা ব্যাপক আকার নিলে এলাকায় প্রশাসনের আধিকারিকরা অভিযান চালিয়ে জবর দখল উচ্ছেদ অভিযান শুরু করে। তাতেই উদ্ধার হয় একে একে সব মন্দির। তবে সম্পূর্ণ এলাকা মুসলিম অধ্যুষিত, তাই অভিযোগের তির যে তাঁদের দিকেই একথা রাজনীতির অনেক মানুষ মনে করছেন।

একের পর এক মন্দির উদ্ধার উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশে (Sambhal) ১৯৭৮ সালের পর মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে শিব-হনুমানের মন্দির। এই মন্দিরকে খুলে দিয়ে পুজো শুরু হয়েছে সম্প্রতি। আবার প্রায় চার দশক ধরে ২৫০ বছরের পুরাতন বারাণসীর একটি শিব মন্দিরে বন্ধ হয়ে পড়ে ছিল। মদনপুরা এলাকায় এই মন্দিরের অবস্থান। সোমবার, ১৬ ডিসেম্বর মন্দিরের দরজা খোলার জন্য বেশকিছু মানুষ জড়ো হন এবং তাঁদের একটাই দাবি ছিল সনাতনীদের ধর্মীয় স্থানকে উদ্ধার করতে হবে। এরপর পুলিশ কাজে সহযোগিতা করে। মঙ্গলবার ফের হায়াতনগরের তারিন এলাকায় একটি পরিত্যক্ত রাধাকৃষ্ণ মন্দির (Radha Krishna temple) উদ্ধার হয়েছে। এবার মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুজোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ মণিপুরে বিদ্রোহীদের ডেরায় মিলল স্টারলিঙ্ক ডিশ-রাউটার! কী বললেন ইলন মাস্ক?

আবার সম্ভলের বিতর্কিত মসজিদ কাঠামো আদতে হিন্দু হরিহর দেবতার মন্দির হিসেবে হিন্দু পক্ষ দাবি তুলেছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সমীক্ষা করতে গেলে কট্টরপন্থী মৌলবাদীরা ব্যাপক হামলা চালায় সরকারি কাজের উপর। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

news in bengali

Sambhal

radha krishna temple


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর