img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sanjay Malhotra: শক্তিকান্ত দাসের পর আরবিআইয়ের নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রা, চেনেন তাঁকে?

RBI Governor: শক্তিকান্তের জায়গায় সঞ্জয় মালহোত্রা, আরবিআইয়ের এই শীর্ষ পদাধিকারিকে চেনেন?...

img

সঞ্জয় মালহোত্রা। আরবিআইয়ের শীর্ষ পদে বসছেন তিনি। সংগৃহীত ছবি।

  2024-12-10 13:41:52

মাধ্যম নিউজ ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া গভর্নর নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)। শক্তিকান্ত দাসের (Shaktikanta Das) স্থলাভিষিক্ত হলেন সঞ্জয়। তিনি হলেন আরবিআইয়ের ২৬তম গভর্নর (RBI Governor)। আজ, মঙ্গলবার শেষ হবে শক্তিকান্তের কার্যকালের মেয়াদ। তার পর, বুধবার থেকে আরবিআইয়ের দায়িত্বভার গ্রহণ করবেন অর্থমন্ত্রকের রাজস্ব সচিব মালহোত্রা। ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার তিনি।

শক্তিকান্ত দাস (Shaktikanta Das)

কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের হয়েই অর্থ দফতরে কাজ করেছেন সঞ্জয় (Sanjay Malhotra)। বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতি তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০১৮ সালে উর্জিত পটেল আরবিআইয়ের গভর্নর পদে ইস্তফা দিলে নিয়োগ করা হয় শক্তিকান্তকে। ২০২১ সালের ডিসেম্বরে তিন বছর তাঁর মেয়াদ বৃদ্ধি করে মোদি সরকার। এদিনই শেষ হচ্ছে সেই মেয়াদও। আরবিআইয়ের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘমেয়াদি গভর্নর (RBI Governor) হলেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। এর আগে, সাড়ে সাত বছর ধরে কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ পদে ছিলেন বেনুগোপাল রামা রাও। শক্তিকান্তের ঝুলি অভিজ্ঞতায় পূর্ণ। তিনি কাজ করেছেন বিশ্বব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে। আটটি কেন্দ্রীয় বাজেটের সঙ্গে জড়িয়েছিলেন তিনি। ১৫তম অর্থ কমিশনের সদস্যও ছিলেন শক্তিকান্ত। ভারতের জি২০ শেরপা হিসেবেও কাজ করেছিলেন তিনি।

আরও পড়ুন: উদ্যোগী এনডিএ, ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ শীতকালীন অধিবেশনেই?

চিনুন সঞ্জয় মালহোত্রাকে (Sanjay Malhotra)

এই শক্তিকান্তেরই জায়গায় বসানো হল সঞ্জয়কে। তিনি আইআইটি কানপুরের প্রাক্তনী। তাঁর ঝুলিতে রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেছেন তিনি। অর্থমন্ত্রকের রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা বিভাগের সচিবের দায়িত্বভার সামলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে প্রশাসনিক কাজের দীর্ঘ ৩৩ বছরের অভিজ্ঞতা। বিদ্যুৎ, কর, তথ্যপ্রযুক্তি ও খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের কাজের সঙ্গে জড়িয়ে ছিলেন  সঞ্জয় (Sanjay Malhotra)। কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ পদে (RBI Governor) তাঁর মেয়াদ হবে তিন বছর।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

RBI

bangla news

Bengali news

governor

Shaktikanta Das

rbi governor

bank news

news in Bengali   

Sanjay Malhotra

central bank


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর