img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sanjay Raut: ইডির দফতরে হাজিরা সঞ্জয় রাউতের, চলল ১০ ঘণ্টার জেরা

জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

img

সঞ্জয় রাউত

  2022-07-02 19:28:09

মাধ্যম নিউজ ডেস্ক: আগেরবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এবার ইডির (Enforcement Directorate) জেরা এড়াতে পারলেন না শিবসেনার (Shiv Sena)  নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। শুক্রবার বেআইনি লেনদেনের মামলায় তাঁকে ১০ ঘণ্টা জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহারাষ্ট্রে গত দুসপ্তাহের রাজনৈতিক টানাপোড়েনের অবসান হয়েছে বৃহস্পতিবার। পতন হয়েছে মহা বিকাশ আঘারি সরকারের। শিবসেনার ভবিষ্যতও প্রশ্ন চিহ্নের মুখে। আর এর মাঝেই দলের প্রথম সারির নেতা ইডির নজরে।

আরও পড়ুন: বিজেপি কেন একনাথ শিন্ডের হাতে মহারাষ্ট্রের রাশ ছাড়ল?

জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এতদিন তিনি বিভিন্ন কারণ দেখিয়ে তলব এড়িয়ে যাচ্ছিলেন। তবে একনাথ শিণ্ডের শপথের পরদিন তিনি ইডি দফতরে হাজিরা  দিয়েছেন। সঞ্জয় হাজিরা দেওয়ার আগেই আবার মহা বিকাশ আঘাড়ির আরেক নেতা তথা প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ারও (Sharad Pawar) এদিন কেন্দ্রীয় এজেন্সির নোটিস পেয়েছেন।

এদিন সকালেই ট্যুইট করে সঞ্জয় রাউত জানান, তিনি ইডি দফতরে হাজিরা দেবেন। শিব সেনা সমর্থকরা যাতে ইডি দফতরের সামনে জড়ো না হন, সেই অনুরোধও করেন তিনি। ইডি দফতরে গিয়ে সঞ্জয় রাউতের সাফ কথা, “আমি কাউকে ভয় পাই না। জীবনে কোনও অন্যায় করিনি। যদি আমার তলবের পিছনে রাজনীতি থাকে, তাহলেও সেটা পরে বোঝা যাবে। এখন আমার মনে হচ্ছে, আমি নিরপেক্ষ একটি এজেন্সিতে যাচ্ছি। আমি ইডিকে বিশ্বাস করি।”

আরও পড়ুন: আয়কর দফতর ‘প্রেমপত্র’ পাঠিয়েছে, নোটিশ পেয়ে বললেন পাওয়ার

শুক্রবার নির্ধারিত সময়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ মুম্বাইয়ের বালার্ড এস্টেটের ইডি দফতরে হাজিরা দেন সঞ্জয় রাউত। রাত সাড়ে নটা নাগাদ ইডি দফতর থেকে বেরোন তিনি। টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

একটি হাউসিং কমপ্লেক্স তৈরিতে বিপুল আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ইডি দফতরে হাজিরা দিয়ে শিবসেনা সাংসদ বলেন,  তদন্তকারী সংস্থার কাজ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা। সেই কারণেই হাজিরা। আগামী দিনেও তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানান শিবসেনা নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাউতের আলিবাগের আটটি জমি, দাদারের ফ্ল্যাটসহ সমস্ত সম্পত্তির খোঁজ নেন তদন্তকারী আধিকারিকরা। গত এপ্রিল মাসেই সঞ্জয় রাউতের স্ত্রীর নামে থাকা ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ।

 

 

Tags:

shiv sena

Sharad Pawar

Enforcement Directorate

Sanjay Raut


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর