img

Follow us on

Sunday, Jan 19, 2025

Sanjay Raut: ইডি হেফাজতের মেয়াদ বাড়ল শিবসেনার সঞ্জয় রাউতের, জেরা তাঁর স্ত্রীকেও?

মহারাষ্ট্রের আলিবাগের কাছে কিহিম সৈকতে বর্ষা রাউতের নামে কেনা হয়েছে ৮টি জমি...

img

সঞ্জয় রাউত। নিজস্ব চিত্র

  2022-08-05 12:38:28

মাধ্যম নিউজ ডেস্ক: ফের ইডি (ED) হেফাজত শিবসেনা (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut)। সোমবার পর্যন্ত মহারাষ্ট্রের (Maharasthra) এই রাজনৈতিক নেতাকে থাকতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে। রবিবার দিনভর তল্লাশির পর সোমবার গ্রেফতার করা হয় সঞ্জয়কে। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার পত্র চাউল দু্র্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার তদন্তকারী আধিকারিকদের হাতে বেশ কিছু তথ্যও চলে এসেছে। যা থেকে এই দুর্নীতির সঙ্গে সঞ্জয়ের যোগ আরও স্পষ্ট হচ্ছে।

আরও পড়ুন : জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

বৃহস্পতিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সঞ্জয়কে ফের তোলা হয় বিশেষ আদালতে। সেখানে শিবসেনা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও কিছুদিন সময় চান ইডি আধিকারিকরা। তার পরেই সোমবার পর্যন্ত সঞ্জয়কে ইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সঞ্জয়ের স্ত্রী বর্ষা রাউতকেও তলব করল ইডি। অভিযোগ, শিবসেনা সাংসদের স্ত্রী বর্ষা প্রবীণ রাউতের স্ত্রী মাধুরীর কাছ থেকে ৮৩ লক্ষ টাকা নিয়েছিলেন। পরে ফের মাধুরির অ্যাকাউন্টে তিনি জমা দিয়েছিলেন ৫৫ লক্ষ টাকা। বাকি টাকায় বর্ষা মুম্বইয়ের দাদরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন। জানা গিয়েছে, বর্ষার নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। মহারাষ্ট্রের আলিবাগের কাছে কিহিম সৈকতে বর্ষা রাউতের নামে ৮টি জমি কেনা হয়েছে। শুধু বর্ষার নামেই জমি নেই, সঞ্জয় ঘনিষ্ঠ সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না পাটকরের নামে জমি কেনা হয়েছে সেখানে। বর্ষাকে জেরা করে এ সংক্রান্ত নানা প্রশ্নের জবাব পেতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই  তাঁকে তলব করতে চলেছে ইডি।

আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করল ইডি  

প্রসঙ্গত, সঞ্জয়ের বাড়ি থেকে নগদ দশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। যে খামে টাকাটি রাখা ছিল, তার ওপরে শিবসেনার বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নাম লেখা ছিল। সঞ্জয়ের দাবি, আদিত্য ঠাকরের অযোধ্যা সফরের জন্য রাখা হয়েছিল টাকাটি।

 

 

Tags:

shiv sena

ED

Eknath shinde

Sanjay Raut

Maharasthra

sanjays wife to be quizzed