img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sardar Vallabhbhai Patel: রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

PM Modi: প্যাটেলের সার্ধশততম জন্মবার্ষিকীর সূচনা, ফুলেল শ্রদ্ধ মোদির...

img

প্যাটেলকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সংগৃহীত ছবি।

  2024-10-31 12:40:22

মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় একতা দিবসে (Rashtriya Ekta Diwas) সর্দার বল্লভভাই প্যাটেলকে (Sardar Vallabhbhai Patel) শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৩১ অক্টোবর প্যাটেলের জন্মদিন। ফি বছর এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস (National Unity Day) হিসেবে পালন করে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। সেই মতো এদিন গুজরাটের একতা নগরে সর্দারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)

তিনি বলেন, “আজ সর্দার প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) সার্ধশততম জন্মবার্ষিকী বর্ষের সূচনা হল। আগামী দু’বছর ধরে দেশ এই মাইলফলক উদযাপন করবে। এটি তাঁর অসাধারণ অবদানগুলির প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। এই সময়টা তাঁর অসামান্য কৃতিত্বকে সম্মানিত করার জন্য বরাদ্দ থাকবে। জাতীয় ঐক্যের প্রতিফলন সরকারি প্রতিটি উদ্যোগ ও মিশনে থাকবে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন বিশ্বে কিছু মানুষ ভেবে নিয়েছিল ভারত ভেঙে যাবে। তারা আশা করেনি যে শত শত রাজ্যকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ ভারত সৃষ্টি করা সম্ভব। সর্দার সাহেব (Sardar Vallabhbhai Patel) তা করে দেখিয়েছিলেন। এটি সম্ভব হয়েছিল কারণ সর্দার সাহেব ছিলেন তাঁর আচরণে বাস্তববাদী, তাঁর সংকল্পে সত্যনিষ্ঠ, তাঁর কর্মে মানবিক এবং তাঁর লক্ষ্য ছিল জাতীয়তাবাদী।”

আরও পড়ুন: শাহি-দরবারে আর্জি বিজেপির, উপনির্বাচনে রাজ্যে আসছে আরও ১৯ কোম্পানি বাহিনী

ফুলেল শ্রদ্ধাঞ্জলি

এদিন অনুষ্ঠানের শুরুতে কেওড়িয়ায় স্ট্যাচু অব ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলকে (Sardar Vallabhbhai Patel) ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভারতীয় বিমান বাহিনী (IAF Flypast)। বায়ুসেনার একটি ফ্লাইপাস্টও ছিল। প্রধানমন্ত্রী (PM Modi) স্বয়ং পুষ্পার্ঘ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি একতা দিবসের শপথবাক্য পাঠ করান। একতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল কুচকাওয়াজেরও।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Bengali news

Sardar patel

news in Bengali    

IAF Flypast

Floral tribute


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর