img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sardar Vallabhbhai Patel: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনের নির্দেশ ইউজিসি-র, কেন তাৎপর্যপূর্ণ?

Rashtriya Ekta Diwas: দু’বছর ধরে দেশজুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র...

img

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি পালিত হবে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে। সংগৃহীত ছবি।

  2024-10-29 12:44:09

মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ অক্টোবর। সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মবার্ষিকী। দিনটিকে ভারত সরকার ‘রাষ্ট্রীয় একতা দিবস’ (Rashtriya Ekta Diwas) হিসেবে ঘোষণা করেছে। যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দিনটিকে স্মরণীয় করে তুলতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও উদ্যোগী হয়েছে। তারা দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনের আহ্বান জানিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী যাতে যথাযথভাবে পালিত হয়, তাই এই উদ্যোগ। এ বছর সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। দু’বছর ধরে দেশজুড়ে অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

‘রাষ্ট্রীয় একতা দিবসে’র গুরুত্ব (Sardar Vallabhbhai Patel)

‘রাষ্ট্রীয় একতা দিবস’ একটি বিশেষ দিন, যা আমাদের বল্লভভাই প্যাটেলের ভারতের একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে করিয়ে দেয়। তাঁর দূরদর্শিতা ও নেতৃত্ব ভারতের একতা প্রতিষ্ঠায় সহায়ক ছিল। এই দিনটি আমাদের জাতির একতা ও অখণ্ডতা রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ দেয়। ইউজিসির বক্তব্য, রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একতা ও অখণ্ডতা প্রচারের প্রতি তাদের অঙ্গীকার প্রদর্শন করতে পারে, যা দেশের যে কোনও চ্যালেঞ্জের বিরুদ্ধে সুরক্ষা দিতে কাজে লাগবে।

কী কী অনুষ্ঠান করতে হবে

এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণ কেবল বল্লভভাই প্যাটেলের ঐতিহ্যকে সম্মান জানায় না, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মীদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ নীতিগুলিকে ধারণ করতে অনুপ্রাণিত করে (Sardar Vallabhbhai Patel)। দিনটিকে স্মরণীয় করে রাখতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নেওয়ার সময় কী পাঠ করতে হবে, বিজ্ঞপ্তিতে তাও বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধনতেরাসে বিধি মেনে পুজোয় অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি, লাভ হয় অপার ঐশ্বর্য

ঐক্যের জন্য দৌড়ের আয়োজনও করতে বলা হয়েছে। জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই আয়োজন করা প্রয়োজন ঐক্যের জন্য দৌড়ের। এই দৌড়ে সমাজের সর্বস্তরের মানুষকে শামিল করানোর কথাও বলা হয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ (Rashtriya Ekta Diwas) কী কী অনুষ্ঠানের আয়োজন করা হল, তার ছবি এবং ভিডিও ইউএএমপি পোর্টালে আপলোড করতেও বলা হয়েছে (Sardar Vallabhbhai Patel)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Sardar Vallabhbhai Patel

Birth Anniversary

news in Bengali  

Vallabhbhai Patel

Rashtriya Ekta Diwas


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর