img

Follow us on

Sunday, Jan 19, 2025

SBI: ঋণ রেট ৫০ বিপিএস বাড়িয়েছে এসবিআই, বাড়তে পারে হোম লোন খরচও

ব্যাংক অফ ইন্ডিয়া আরবিএলআর বাড়িয়ে ৮.৭৫ শতাংশ করেছে।

img

এসবিআই

  2022-10-02 16:10:15

মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। আর তার সঙ্গে সঙ্গেই দেশের একাধিক ব্যাংকও নিজেদের ঋণদানের সুদের হার বাড়িয়েছে। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও (State Bank Of India) ঋণে সুদ বাড়িয়েছে। এছাড়া আরও অনেক ব্যাংক ঋণের সুদ বাড়িয়ে দিয়েছে। মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণ রাখতে গিয়ে রিজার্ভ ব্যাংক শুক্রবার রেপোরেটে ০.৫০ শতাংশ বৃদ্ধি করেছে।  

আরও পড়ুন: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন?

এসবিআই (SBI) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এক্সটার্নাল বেঞ্চমার্ক ল্যান্ডিং রেট ইবিএলআর (EBLR) এবং রেপোরেট এর সঙ্গে সম্পর্কিত আরএলএলআর (RLLR) ৫০ বেসিস পয়েন্টে বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির পরে ইবিএলআর ৮.৫৫ শতাংশ হয়ে গিয়েছে এবং আরএলএলআর ৮.১৫ শতাংশতে পৌঁছেছে। শনিবার থেকে নতুন রেট লাগু হয়েছে। 

ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) আরবিএলআর বাড়িয়ে ৮.৭৫ শতাংশ করেছে। আইসিআইসিআই  ব্যাংকও (ICICI) নিজেদের ইবিএলএলআর বাড়িয়েছে। তা বাড়িয়ে ৯.৬০ শতাংশ করে দিয়েছে। ঋণে সুদের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসিক কিস্তির রেটও বাড়বে। যারা ইবিএলআর এবং আরএলএলআর এর উপর লোন নিয়েছিলেন তাদেরকে দিতে হবে এই বাড়তি টাকা। এইচডিএফসি (HDFC) হোম লোনের সুদের হারের ০.৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন রেট ১ অক্টোবর থেকেই লাগু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, হোম-লোনে ইএমআইও বাড়তে পারে। ১০ লক্ষ টাকা ঋণ নিলে প্রায় ৩ হাজার টাকা বার্ষিক খরচ বাড়তে পারে।  
 
মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণ আনার জন্য রিজার্ভ ব্যাংক এ বছর মে মাস থেকে শুরু করে চারবার রেপোরেট বৃদ্ধি করেছে। রিজার্ভ ব্যাংক শুক্রবার, চতুর্থবার রিপোর্ট বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। ৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। আরবিআই এই বৃদ্ধির পরে রেপো রেট ৫.৯০ শতাংশতে পৌছে গিয়েছে। এই দরেই আরবিআই ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

 

Tags:

SBI

Repo Rate

Home Loan

Lending Rate


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর