img

Follow us on

Friday, Nov 22, 2024

Shiv Sena: রাষ্ট্রপতি পদে দ্রৌপদীকে সমর্থন করে বিজেপিকে বার্তা উদ্ধব ঠাকরের?

শিবসেনার উচিত দ্রৌপদীকে সমর্থন করা...

img

উদ্ধব ঠাকরে। ফাইল ছবি

  2022-07-13 14:51:35

মাধ্যম নিউজ ডেস্ক: ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Polls)। এই নির্বাচনে এনডিএর (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী বিজেপির (BJP) দৌপদী মুর্মুকে (Draupadi Murmu) সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা (Shiv Sena)। গুঞ্জন ছড়িয়েছিল, সেনা সাংসদদের চাপেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধব। যদিও চাপের কথা অস্বীকার করেছেন শিবসেনা প্রধান।

কংগ্রেস, এনসিপির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়ার পক্ষপাতী ছিলেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে।পরে অনুগত বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন তিনি। মুখ্যমন্ত্রী পদে বসেন শিন্ডে। আর বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে বসানো হয় উপমুখ্যমন্ত্রী পদে। এর পরে পরেই রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করা নিয়ে চাপ বাড়ে উদ্ধবের ওপর। ১৮ জন সাংসদের মধ্যে ১৩ জন উদ্ধবের বাড়ি মাতোশ্রীতে বৈঠকে হাজির ছিলেন। তাঁরাই উদ্ধবকে অনুরোধ করেন, বিজেপির দ্রৌপদীকে সমর্থন করতে। তাঁদের যুক্তি ছিল, এর মাধ্যমে বিজেপিকে উদ্ধবের তরফে একটা বার্তাও দেওয়া যাবে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে রাজ্যে দ্রৌপদী মুর্মু

গত সপ্তাহে শিবসেনার সাংসদ রাহুল শিওয়ালে দ্রৌপদীকে সমর্থনের ব্যাপারে চিঠি লেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চিঠিতে তিনি লিখেছিলেন, শিবসেনার উচিত দ্রৌপদীকে সমর্থন করা। সূত্রের খবর, অধিকাংশ শিবসেনা সাংসদ উদ্ধবকে জানান, দ্রৌপদী জনজাতি সমাজের তরফে এই প্রথম কোনও ব্যক্তি। তার ওপর তিনি মহিলা। তাই দ্রৌপদীর বিরোধিতা করা হলে ভোটে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ওই বছরই হবে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনও। তাই দ্রৌপদীকে সমর্থনের প্রশ্ন সরব হন শিবসেনার সাংসদরা। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই শেষমেশ দ্রৌপদীকে সমর্থনের সিদ্ধান্ত নেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : রাজ্যে ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি। বাংলায় আগামী দিনে বাজিমাত করবে পদ্ম-ই। বললেন মিঠুন

শিবসেনার একটি সূত্রের খবর, দ্রৌপদীকে সমর্থনের প্রশ্নে উদ্ধবের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একটি বার্তাও। সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আন্তরিকভাবেই সম্পর্ক বজায় রাখতে চান, কেন্দ্রের সঙ্গে ভাঙা সম্পর্ক যে ফের জোড়া লাগাতে চান, সেই বার্তাও দেওয়া হল দ্রৌপদীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে।

 

Tags:

bjp

shiv sena

Uddhav Thackeray

Senas support murmu

 Draupadi Murmu


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর