Tapan Kumar Deka: ৯৮৮ ব্যাচের হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস তপন কুমার ডেকা
তপন কুমার ডেকা
মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) প্রধানের পদে শুক্রবার আইপিএস অফিসার তপন কুমার ডেকাকে (Tapan Kumar Deka) নিযুক্ত করল কেন্দ্র। এর আগে এই পদের দায়িত্বে ছিলেন, অরবিন্দ কুমার। জুনের ৩০ তারিখ তাঁর পদের মেয়াদ শেষ হচ্ছে। এছাড়াও 'র' (R&AW)-এর প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: গরুপাচারের টাকায় তৈরি ছবিতে অভিনয় করেছেন? দেবকে জিজ্ঞাসাবাদ ইডি-র
তপন ডেকা এর আগে আইবি-র (IB) অপারেশন ডেস্কের প্রধানের পদ সামলেছেন। এবার তিনি আইবি প্রধানের পদে উন্নীত হলেন। আগামী দুবছরেরে জন্যে এই পদে নিযুক্ত থাকবেন তিনি। বিগত দু'দশক ধরে সন্ত্রাসবাদী, উগ্রপন্থীদের কার্যকলাপ রোধ করার কাজ করছেন। তিনি ১৯৮৮ ব্যাচের হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস। মূলত উত্তর-পূর্ব ভারতে তিনি বহুদিন কাজ করেছেন। ২০১৯ সালে সিএএ-বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তাঁকে আসামে পাঠিয়েছিলেন। আইবিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তপন ডেকাকে ডিআইবি (Director of IB) হিসাবে নিয়োগ করেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বহু সিনিয়র অফিসার এই পদের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে থাকলেও, বয়সের থেকে যোগ্যতাকেই বেশি গুরুত্ব দিয়েছে মোদি সরকার। এই তপন কুমার ডেকাই ভারতে মুজাহিদীনের শিরদাঁড়া ভাঙতে সক্ষম হয়েছিলেন। ২৬/১১- এর মুম্বাই হামলার তদন্তের দায়িত্বে ছিলেন এই আইপিএস অফিসার।
আরও পড়ুন: রুজিরা নারুলাকে চেনেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়, কয়লাপাচার তদন্তে গোলকধাঁধায় সিবিআই-ইডি
এর পাশাপাশি, 'র' (R&AW)-এর প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে কেন্দ্র। ২০২১ সালের ৩০ জুন কার্যমেয়াদ শেষ হয়েছিল গোয়েলের। ১৯৮৪ ব্যাচের এই আইপিএসকে এক বছরের এক্সটেনশন দেওয়া হয়েছিল। এখন ফের আরও একবছর এক্সটেনশন দেওয়া হল।
বৃহস্পতিবারই এনআইএ-র নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দীনকর গুপ্ত-র নাম অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই আইপিএস অফিসারকে এনআইএ-র শীর্ষপদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেয়। উল্লেখ্য, এই কমিটিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। অন্যদিকে, আইবির স্পেশাল ডিরেক্টর স্বাগত দাসকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে। এই বিভাগও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে।
Tags: