img

Follow us on

Saturday, Jan 18, 2025

Shraddha Murder: লাভ-জিহাদ রোধে নয়া আইন! জানেন শ্রদ্ধা খুনে কী বললেন শিবরাজ?

মধ্যপ্রদেশের মাটিতে কোনও মূল্যেই আমি এই ধরনের ‘লাভ জিহাদ’-এর খেলা বরদাস্ত করব না, বললেন শিবরাজ

img

শিবরাজ সিং চৌহান।

  2022-12-05 18:13:35

মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর খুনের ঘটনায় ‘লভ জিহাদ’-এর প্রসঙ্গ টেনে কঠিন মনোভাব ব্যক্ত করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রয়োজনে ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে নতুন আইন চালু করার কথাও বলেন তিনি। নিজের রাজ্যেও এই নিয়ে নতুন আইন আনবেন তিনি, এমনই জানান শিবরাজ।

কী বললেন শিবরাজ

এক অনুষ্ঠানে গিয়ে শিবরাজ জানান, মেয়েদের ‘কেটে ৩৫ টুকরো’ করা বরদাস্ত করবে না মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রের বাসিন্দা শ্রদ্ধা দিল্লির ফ্ল্যাটে তাঁর লিভ ইন পার্টনারের হাতে খুন হন। তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে অভিযোগ, শ্রদ্ধাকে তিনি খুন করে দেহ ৩৫ টুকরো করেছেন। নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে শিবরাজ ‘লভ জিহাদ’-এর প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘‘এটা তো প্রেম (লভ) নয়। এটা তো প্রেমের নামে জিহাদ। মধ্যপ্রদেশের মাটিতে কোনও মূল্যেই আমি এই ধরনের ‘লভ জিহাদ’-এর খেলা বরদাস্ত করব না।’’ শিবরাজ বলেন, ‘‘আমাদের মেয়েদের ভুলিয়ে ভালিয়ে কেউ বিয়ে করবে, তার পর তাঁকে ৩৫ টুকরো করে কাটবে, আর আমরা সেটা হতে দেব? আমরা কখনও এটা হতে দিতে পারি না। তাই প্রয়োজনে এর বিরুদ্ধে আমরা কড়া আইন আনব।’’উল্লেখ্য, ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে কড়া আইন প্রণয়ন করার কথা শিবরাজই প্রথম বললেন না। এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, গোটা দেশেই ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে কড়া আইন আনা দরকার।

আরও পড়ুন: খোশমেজাজে জেলবন্দি আফতাব! দিন কাটছে দাবা খেলে, বই পড়ে

কী করছেন আফতাব

অন্যদিকে, লিভ-ইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করার অপরাধে জেলে রয়েছে আফতাব আমিন পুনাওয়ালা। সেখানে সময় কাটানোর জন্য জেল কর্তৃপক্ষের কাছে গল্পের বই চেয়েছেন আফতাব। তাকে তার পছন্দসই একটি বইও দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলে অধিকাংশ সময়ই আফতাব দাবা খেলে কাটাচ্ছে। তার বুদ্ধি যে কতটা তীক্ষ্ণ, তা দাবার চাল দেখেই বোঝা যাচ্ছে। দিনের একটা বড় সময়ই সে দাবার চাল নিয়ে চিন্তাভাবনা করে কাটায়। নিজেই নিজের প্রতিপক্ষ হিসাবেও দাবা খেলে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

love jihad

Shivraj Singh Chouhan

Delhi Murder Case

Shraddha murder


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর