img

Follow us on

Tuesday, Nov 19, 2024

Sikkim Flood: হড়পা বানে ভেসে যাওয়া ৭৭ জনের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে সিকিম সরকার

উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ সরকারের দেখানো পথেই হাঁটছে সিকিম...

img

সিকিমের সেই ভয়াবহ হড়পা বানের ছবি। ফাইল ছবি।

  2023-12-03 12:30:45

মাধ্যম নিউজ ডেস্ক: মাস দুয়েক আগে প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত হয়েছিল উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিম। হড়পা বানের (Sikkim Flood) তোড়ে ভেসে গিয়েছিলেন ৭৭ জন মানুষ। বিপর্যয়ের দু’ মাস পরেও হদিশ মেলেনি তাঁদের। নিখোঁজ এই মানুষরা সম্ভবত মারা গিয়েছেন। শনিবার এ কথা জানালেন সিকিমের মুখ্য সচিব ভিবি পাঠক।

ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত সরকারের

নিখোঁজ এই মানুষদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চলেছে সরকার। এছাড়াও ওই পরিবারগুলি পাবে আরও বেশ কিছু সুযোগ-সুবিধা। প্রকৃতির রোষের শিকার হয়েছিল উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশও। সেখানেও নিখোঁজদের জীবিত নেই ধরে নিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে সরকার। এবার সেই পথেই হাঁটছে সিকিম সরকার। চুংথাং হিমালয়ে রয়েছে দক্ষিণ লোনাক হ্রদ। অক্টোবরের ৪ তারিখে হিমবাহী এই হ্রদের ওপর ভেঙে পড়ে মেঘ। তার জেরে ব্যাপক বৃষ্টি হয় সিকিমে।

হড়পা বান 

পাহাড়ি নদীতে নামে হড়পা বান। বানের তোড়ে ভেসে যান অনেক মানুষ। প্রচুর মানুষকে উদ্ধার করা গেলেও ৭৭ জন মানুষের খোঁজ মেলেনি এখনও। দুটি দেহ উদ্ধার হয়েছিল অনেক পরে। যদিও (Sikkim Flood) দেহ শনাক্ত করা যায়নি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিখোঁজদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে আরও ৪ লক্ষ করে টাকা। মুখ্য সচিব বলেন, “উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে যেভাবে নিখোঁজ মানুষদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আমরাও সেই পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিখোঁজদের ডেথ সার্টিফিকেট দেওয়ার পর তাঁদের পরিবার পাবে অন্যান্য সুযোগ-সুবিধাও।

আরও পড়ুুন: সরকারি মঞ্চে অভিষেকের ছবি! প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

জানুয়ারির মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করি।” তিনি জানান, যাঁদের পরিবারের লোকজন নিখোঁজ, তাঁদের প্রথমে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করতে হবে। তার পর যাবতীয় খোঁজখবর নেওয়া হবে। তার পরেই দেওয়া হবে ডেথ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট দাখিল করলেই মিলবে ক্ষতিপূরণ। মুখ্যসচিব জানান, নিখোঁজদের মধ্যে যাঁরা সিকিমের স্থায়ী বাসিন্দা নন, তাঁদের পরিবারকে তাঁদের রাজ্যের স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করতে হবে। সেটাই এ রাজ্যে চলে আসবে পরীক্ষার জন্য (Sikkim Flood)।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

Tags:

Madhyom

bangla news

Bengali news

Flood

Sikkim

news in bengali

Sikkim Flood

Sikkim news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর