img

Follow us on

Sunday, Jan 19, 2025

Punjab: সিপাহি বিদ্রোহ অংশ নেওয়া ২৮২ ভারতীয় সৈনিকের কঙ্কাল উদ্ধার পাঞ্জাবে

অমৃতসরের আজনালা এলাকায় একটি ধর্মীয় স্থাপত্যের নীচে থাকা কুয়োর মধ্যে থেকে কঙ্কালগুলি উদ্ধার হয়...

img

সিপাহি বিদ্রোহ অংশ নেওয়া ২৮২ ভারতীয় সৈনিকের কঙ্কাল উদ্ধার (ফাইল চিত্র)

  2022-05-13 12:16:43

মাধ্যম নিউজ ডেস্ক: সিপাহি বিদ্রোহে অংশ নেওয়া সৈন্যদের কঙ্কাল উদ্ধার। পাঞ্জাবের (Punjab) অমৃতসরে খননকার্য চালানোর সময় উদ্ধার হয় ২৮২ জন সৈন্যের কঙ্কাল। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের (Punjab University) নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জে এস শেহেরাত এ খবর জানান।

ইতিহাসখ্যাত সিপাহি বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। শুয়োরের মাংস এবং গরুর মাংস-গ্রিজযুক্ত কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সৈন্যরা বলে জানা গেছে। ইতিহাসবিদদের মতে, এটাই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ (first war of independence)। ব্রিটিশ শাসকদের হাতে পরাধীন ভারতকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল একদল সেনা। তবে সংগঠিতভাবে এই যুদ্ধ হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা কারণে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ভারতীয় সেনারা।

ভারতের সিংহভাগ ইতিহাসবিদ ১৮৫৭ সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বললেও, ইতিহাসবিদদের একাংশ একে স্বাধীনতার যুদ্ধ বলতে রাজি নন। তাঁদের যুক্তি, এই লড়াই সংগঠিতভাবে হয়নি। বিচ্ছিন্নভাবে হওয়া এই যুদ্ধকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলতে রাজি নন তাঁরা।

ভারতীয় সিপাহিদের ওই বিদ্রোহ কড়া হাতে দমন করেছিল ইংরেজ সরকার। প্রাণ বলি দিতে হয়েছিল অসংখ্য ভারতীয় সেনাকে। এমনই ২৮২ জন সেনানীর কঙ্কাল উদ্ধার হল অমৃতসরে। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের (anthropology department) সহকারী অধ্যাপক জে এস শেহেরাত বলেন, এই কঙ্কালগুলি হল ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ভারতীয় সৈনিকদের।

অমৃতসরের আজনালা এলাকায় একটি ধর্মীয় স্থাপত্যের নীচে থাকা কুয়োর মধ্যে থেকে কঙ্কালগুলি উদ্ধার হয়। তিনি জানান, এই সৈন্যরা বন্দুকের কার্তুজে গরু ও শুয়োরের চর্বি মেশানোর অভিযোগে বিদ্রোহ করেন সৈন্যরা। কড়া হাতে বিদ্রোহ দমন করতে শুরু করে ইংরেজ শাসক। ডিএনএ স্টাডি, রেডিও কার্বন ডেটিং সহ নানা পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে, উদ্ধার হওয়া ২৮২টি কঙ্কালই ভারতীয় সৈনিকদের। পাশাপাশি, খননস্থল থেকে প্রাপ্ত কয়েন, মেডেল, মৌলিক বিশ্লেষণ, নৃতাত্ত্বিক পরীক্ষার ফলাফলও একই দিকে নির্দেশ করে বলে যোগ করেন সেহরাওয়াত।

 

 

 

Tags:

national news

Skeleton of 282 Indian soldiers

Amritsar

first war of independence

Punjab University