img

Follow us on

Sunday, Jan 19, 2025

Patna: পাটনায় ধৃত পাক স্লিপার সেলের সদস্য! হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ

তাহির এখানে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছিল। বাংলাদেশ, ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ রয়েছে তাহিরের।

img

পুলিশের টহলদারি।

  2022-07-16 15:32:33

মাধ্যম নিউজ ডেস্ক: ফের জঙ্গিজালের খোঁজ মিলল বিহারে (Bihar)। পাটনার (Patna) ফুলওয়াড়ি শরিফের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় পাকিস্তানের 'স্লিপার সেল' (sleeper cell)- এর সদস্য মার্ঘুব আহমেদ দানিশ নামে এক যুবককে। ২৬ বছরের মার্ঘুব ওরফে ইলিয়াশ তাহির দেশে সন্ত্রাসের জাল বুনছিলেন বলে জানান পাটনার সিনিয়র সুপারেন্টেন্ড অফ পুলিশ মানবজিৎ সিং ধীলন (senior superintendent of police, Manavjit Singh Dhillon)। তাহির এখানে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছিল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার ছক! ভারতকে ইসলামিক রাষ্ট্র করার ডাক জঙ্গিদের

মানবজিৎ জানান, এই গ্রেফতারের সঙ্গে আগের কোনও ঘটনার যোগ নেই। নতুন করে ইলিয়াশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি জানান,'গাজওয়া-ই-হিন্দ' বা 'ডিরেক্ট জিহাদ ২০২৩'নামে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায় তাহির। বাংলাদেশ, ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ রয়েছে তাহিরের। এই গ্রুপের মাধ্যমে কাশ্মীরেও জঙ্গিকার্যকলাপে মদত দেওয়া হয়। এই গ্রুপের মাধ্যমে স্থানীয়দের সাম্প্রদায়িক হিংসা ছড়াতে প্ররোচনা দেয় তাহির। পুলিশ সূত্রে খবর, তাহির পাটনার ছেলে। তার আত্মীয়েরা করাচিতে থাকে। সে ২০০৬ সাল থেকে আরবে কাজ করত। কোভিডের সময় পাটনায় আসে। এরপর এখান থেকেই জঙ্গিকার্যকলাপ চালায় সে।  তদন্তে জানা গিয়েছে, অন্য রাজ্য থেকেও পাটনায় তাহিরের সঙ্গে দেখা করতে লোকজন আসত। পরিচয় গোপন রাখতে নাম বদল করে তাহিরের গ্রুপে যোগ দিত তারা। ধৃতের কাছ থেকে বেশ কিছু সন্ত্রাসবাদী নথিপত্র উদ্ধার হয়েছে। তার সঙ্গে একাধিক বিদেশি সংস্থার সদস্যদেরও যোগাযোগ ছিল বলে জানতে পেরছে পুলিশ। ওই সংগঠনগুলি ভারত-বিরোধী কার্যকলাপে মদত জোগায় বলে দাবি বিহার পুলিশের।

আরও পড়ুন: ৩৬টি রাফালই ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, জানালেন ফরাসি রাষ্ট্রদূত

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে পাটনার ফুলওয়ারি শরিফ থেকে ঝাড়খণ্ড পুলিশের এক প্রাক্তন আধিকারিক-সহ দু’জনকে জঙ্গি-যোগ থাকার জন্য গ্রেফতার করা হয়। ধৃতেরা জঙ্গি গোষ্ঠী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। তবে এদের সঙ্গে তাহিরের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। 

 

Tags:

PFI

Patna

Sleeper cell member

terror links in Pakistan

Manavjit Singh Dhillon


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর