অভিযুক্ত এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।
সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ
মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিল এয়ার ইন্ডিয়া (Pee Gate)। ভালো কোনও কারণে নয়, বরং এক অদ্ভুত কারণে। এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর কম্বলে প্রস্রাবের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানেও। নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লিগামী বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে।
জানা গিয়েছে, গত শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে বিমানটি রওনা দেয় (Pee Gate)। শনিবার নয়াদিল্লিতে রাত ১০টা ১২ মিনিটে সেটি অবতরণ করে। এই বিমানেই এক যাত্রী আরেক পুরুষ যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিতে যোগ ব্যায়াম শেখানোর পরিকল্পনা নিচ্ছে সৌদি আরব
আরও জানা গিয়েছে, অভিযুক্ত এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া (Pee Gate)। ঘুমন্ত অবস্থায় তিনি প্রস্রাব করে দেন সহযাত্রীর গায়ে। ওই যাত্রী পরে বিমানের ক্রু সদস্যদের বিষয়টি জানান। তবে পড়ুয়া ক্ষমা চেয়ে নেওয়ায় বিষয়টি পুলিশের কাছে আর জানাতে চাননি তিনি। তাঁর মতে, অভিযোগ জানালে ওই পড়ুয়ার কেরিয়ার সমস্যা্র মুখে পড়ত। তাই তিনি এই নিয়ে আর জল ঘোলা করেননি। কিন্তু উড়ান সংস্থা বিষয়টিকে হালকা ভাবে নিতে রাজি নয়। বিমানের পাইলটের অভিযোগের ভিত্তিতে পরে অভিযুক্তকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি ফেরার সময় ৭০ বছর বয়সি এক বৃদ্ধার কম্বলে মূত্রত্যাগ করেন এক ব্যক্তি (Pee Gate)। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আপাতত জামিনে মুক্তি রয়েছেন তিনি। এই ঘটনার ছায়াই যেন নতুন করে দেখা গেল আমেরিকান এয়ারলাইন্সের বিমানে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: