img

Follow us on

Thursday, Nov 21, 2024

Sonu Nigam: মুম্বইতে কনসার্ট চলাকালীন হামলা সোনু নিগমের উপর, অভিযুক্ত উদ্ভব ঘনিষ্ঠ বিধায়ক পুত্র

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরেই মুম্বইয়ের চেম্বুর পুলিস স্টেশনে স্বপ্নিল প্রকাশ ফাটারপেকারের নামে একটি এফআইআর দায়ের করেছেন সোনু নিগম

img

মুম্বইয়ের চেম্বুর পুলিস স্টেশনে স্বপ্নিল প্রকাশ ফাটারপেকারের নামে একটি এফআইআর দায়ের করছেন সোনু নিগম

  2023-02-21 15:05:53

মাধ্যম নিউজ ডেস্ক: অনুষ্ঠান চলাকালীন গায়ক সোনু নিগমের (Sonu Nigam) উপর আচমকাই হামলা চালাল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরে। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি উদ্ভব ঠাকরে ঘনিষ্ঠ বিধায়ক প্রকাশ ফাটেরপেকারের ছেলে ও ভাইপো বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

 প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চেম্বুরের ওই অঞ্চলে সোনু নিগমের এদিন গানের কনসার্ট চলছিল। তখনই সোনু নিগমের (Sonu Nigam)  ম্যানেজার সাইরার সঙ্গে ওই দুই অভিযুক্ত ব্যক্তি খারাপ ব্যবহার করতে শুরু করেন বলে অভিযোগ। নিজেরাই উঠে পড়েন মঞ্চে। সোনু নিগমকে (Sonu Nigam)  ধাক্কা দেওয়ার উদ্যোগ নিতেই তাঁর নিরাপত্তারক্ষী হাজির হয়ে যান। উত্তেজিত দুই ব্যক্তি এমন ভাবে নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেন যে তিনি সিঁড়ি থেকে নীচে পড়ে যান। এখানেও থামেননি ওই দুই ব্যক্তি। সোনুর (Sonu Nigam)  কাছের বন্ধু গায়ক রব্বানি খানও ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয় না। রব্বানিকেও ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনায় রব্বানি ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। ইতিমধ্যেই তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

কী বলছেন গায়ক

সোনু নিগম (Sonu Nigam)  এদিনের ঘটনা প্রসঙ্গে বলেন, 'কনসার্ট শেষ হওয়ার পর, যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানি-সহ আমরা সবাই মঞ্চ থেকে নামছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটা ছেলে এসে আমাকে ধরে ফেলে। জোর করে আমার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন তিনি। আমি বাধা দিই। ধাক্কাধাক্কিতে আমি সিঁড়িতে পড়ে যাই। আমায় বাঁচাতে এগিয়ে এসেছিস হরিপ্রকাশ এবং রব্বানি। হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

পুলিশ কী বলছে

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরেই মুম্বইয়ের চেম্বুর পুলিস স্টেশনে স্বপ্নিল প্রকাশ ফাটারপেকারের নামে একটি এফআইআর দায়ের করেছেন সোনু নিগম (Sonu Nigam) । অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ (অন্যায়ভাবে সংযম), এবং ৩৩৭ (জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করে আঘাত করা)-এর অধীনে মামলা নথিভুক্ত করেছে।


ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙও। উদ্ভব ঘনিষ্ঠ বিধায়কের ছেলে ও ভাইপো হামলা চালাতে গেল কেন? এটা কী পূর্বপরিকল্পিত? এ প্রশ্নও তুলছেন অনেকে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Tags:

Sonu Nigam


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর