img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mulayam Singh Yadav: প্রয়াত মুলায়ম সিং যাদব, রাজনৈতিক মহলে শোকের ছায়া

অযোধ্যায় করসেবকদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন...

img

মুলায়ম সিং যাদব। ফাইল ছবি

  2022-10-10 11:16:19

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত মুলায়ম সিং যাদব (Mulayam singh Yadav)। সোমবার মৃত্যু হয় উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়মের। বয়স হয়েছিল ৮২ বছর। শারীরিক অসুস্থতার কারণে ২২ অগাস্ট হরিয়ানার গুরগাঁওয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অক্টোবরের ২ তারিখে মুলায়মকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে (ICU)। এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৩৯ সালের ২২ নভেম্বর উত্তর প্রদেশের এটাওয়া জেলার সাইফাই গ্রামে জন্ম মুলায়ম সিং যাদবের (Mulayam singh Yadav)। সুঘর সিং যাদব ও মূর্তি দেবীর সন্তান ছিলেন তিনি। সর্বশ্রী মধু লিমায়ে, কর্পুরী ঠাকুর, রাম সেবক যাদব, রাজ নারায়ণ এবং জনেশ্বর মিশ্রের মতো রাজনীতিকদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই রাজনীতির জগতে পা রাখেন মুলায়ম। ডঃ রাম মনোহর লোহিয়ার সমাজবাদী ভাবধারায় প্রাণিত হয়েছিলেন তিনি।

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে মুলায়ম সিং যাদব (Mulayam singh Yadav) প্রথমবার জয়ী হন ১৯৬৭ সালে। তার ঠিক দু বছরের মাথায় বসেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। ১৯৯২ সালে দল গড়েন নিজে। নাম দেন সমাজবাদী পার্টি (Samajwadi Party)। ১৯৯৩ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে মুলায়ম গাঁটছড়া বাঁধেন বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে।

আরও পড়ুন : খুনের ভার পড়েছিল নূপুর শর্মাকে! উত্তর প্রদেশ পুলিশের জালে জঙ্গি

রাজনৈতিক কেরিয়ারে বহুবার বিতর্কে জড়িয়েছেন মুলায়ম সিং যাদব (Mulayam singh Yadav)। সব চেয়ে বেশি বিতর্কিত বিষয়টি হল ১৯৯০ সালে অযোধ্যায় করসেবকদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই বছর নভেম্বরে করসেবা করছিলেন করসেবকরা। সেই সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন মুলায়ম সিং যাদব। গুলি চালনার নির্দেশ দেন তিনি। মৃত্যু হয় বেশ কয়েকজন করসেবকের। এঁদের মধ্যে ছিলেন কলকাতার দুই করসেবকও। একজন রাম কোঠারি, অন্যজন তাঁর ভাই শরদ কোঠারি। এই ঘটনার ঠিক বছরের মাথায় পুরোপুরি ধূলিস্যাৎ হয়ে যায় অযোধ্যার বিতর্কিত কাঠামো।

করসেবা করতে গিয়ে করসেবকরা নিহত হওয়ায় জনগণের একাংশ তাঁকে ‘মোল্লা মুলায়ম’ তকমা দেয়। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মুলায়ম সিং যাদব (Mulayam singh Yadav) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনবার। বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আটবার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Bengali news

Samajwadi Party

Mulayam singh Yadav

sp supremo Mulayam singh Yadav


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর