img

Follow us on

Thursday, Nov 21, 2024

Independence Day 2023: মাত্র ২৫ টাকায় ঘরে বসেই কিনে নিন জাতীয় পতাকা! সৌজন্য ডাকবিভাগ

মাত্র তিন দিন বাকি! তারপরেই দেশজুড়ে পালিত হবে ৭৬তম স্বাধীনতা দিবস

img

দেশের জাতীয় পতাকা (সংগৃহীত ছবি)

  2023-08-11 12:48:43

মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র তিন দিন বাকি! তারপরেই দেশজুড়ে পালিত হবে ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day 2023)। আপামর ভারতবাসী মেতে উঠবে স্বাধীনতার উৎসবে। বর্তমানে চলছে স্বাধীনতার অমৃত মহোৎসব। ইতিমধ্যে দেশের সমস্ত পোস্ট অফিসগুলিতে মিলছে তেরেঙ্গা পতাকা (Independence Day 2023)। কেন্দ্রীয় সরকারও সমস্ত নাগরিকদের বাড়িতে পতাকা উত্তোলন করার আবেদন করেছে। তবে ভারতীয় ডাক বিভাগের পাশাপাশি অনলাইনেও মিলছে দেশের জাতীয় পতাকা। এবার ‘হর ঘর তেরেঙ্গা’ কার্যক্রমে সাধারণ মানুষের কাছে জাতীয় পতাকা পৌঁছে দিতে উদ্যোগী পোস্ট অফিস। পোস্ট অফিসের ই-পোর্টাল www.epostoffice.gov.in এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার আপনি করতে পারেন বাড়িতে বসেই।

ঘরে বসেই মিলবে জাতীয় পতাকা (Independence Day 2023)

পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি জাতীয় পতাকা অর্ডার করতে পারবেন। প্রতিটি পতাকার (Independence Day 2023) দাম ২৫ টাকা অর্থাৎ ৫টার জন্য আপনাকে গুনতে হবে ১২৫ টাকা। আরও জানানো হয়েছে যে অর্ডার দেওয়ার পরে গ্রাহকরা কিন্তু তা বাতিল করতে পারবেন না। অনলাইনে ঘরে বসে যে জাতীয় পতাকাটি পাবেন দৈর্ঘ্যে ২০ ইঞ্চি ও প্রস্থে ৩০ ইঞ্চি।


অনলাইনের মাধ্যমে কিভাবে ঘরে বসে জাতীয় পতাকা পাবেন?

১) প্রথমে আপনাকে লগ-ইন করতে হবে পোস্ট অফিসের ই-পোর্টালে।

২) এরপরে হোমপেজে ভারতের জাতীয় পতাকার ছবি দেখা যাবে সেখানে ক্লিক করুন।

৩) click the image to purchase flag-এই লেখাটি সিলেক্ট করুন।

৪) এবার আপনার বাড়ির ঠিকানা, পতাকা কতগুলি নেবেন এবং আপনার মোবাইল নাম্বার এই সমস্ত কিছু ফর্মে পূরণ করুন।

৫) কেনার প্রক্রিয়া চলাকালীন ফ্ল্যাগ কোড আপনাকে মেনে চলতে বলা হবে।

৬) এরপরে অনলাইনে টাকা পেমেন্ট করুন, প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

৭) ঠিক একদিনের মাথায় আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে জাতীয় পতাকা।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Har Ghar Tiranga

National Flag

Independence Day 2023

india post

purchase online flag


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর