RSS: 'বিশ্বের কল্যাণের জন্যই ভারতকে আরও শক্তিশালী হতে হবে', কেরলে মন্তব্য আরএসএস প্রধানের
মোহন ভাগবত (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: "ভারতের শক্তি অন্তর্নিহিত হয়ে রয়েছে, তার একতার মধ্যে।" এ কথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসংঘচালক ডঃ মোহন ভাগবত (Mohan Bhagwat)। এর পাশাপাশি তিনি জানান, হিন্দু জীবন বোধ এবং হিন্দু ধর্ম জগতে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেয়। তাঁর মতে, ‘‘হিন্দু ধর্মই হল যে কোনও সমস্যার সবচেয়ে বড় সমাধান।’’ প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক এই কথাগুলি বলেন কেরলে। তিনি আরও বলেন, ‘‘আরএসএস-এর (RSS) লক্ষ্য হল হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা। হিন্দু সমাজের মাধ্যমে গোটা জগতের কল্যাণমূলক কাজ করা সম্ভব।’’
এদিন তিনি ধর্ম রক্ষার কথাও বলেন। তাঁর মতে, ‘‘যে কোনও অবতারের পক্ষে একা পরিবর্তন আনা সম্ভব হয়নি। এটা বলা হয় যে ভগবান তাঁদেরকে রক্ষা করেন না, যাঁরা নিজেদেরকে সাহায্য করেন না। আমরা হলাম ভারত মায়ের সন্তান। যদি আমাদের মা সাহায্যহীনা হন, তাহলে আমাদের কর্তব্য কী? আমাদের প্রয়োজন শক্তির।’’ তিনি (Mohan Bhagwat) আরও বলেন, ‘‘সমস্ত দার্শনিকরা সুখবাদের কথা বলে গিয়েছেন। জাগতিক সুখ ও বস্তুবাদের কথা বলে গিয়েছেন তাঁরা। কিন্তু এই সমস্ত কিছুতেই সম্পূর্ণ খুশি পাওয়া যায় না। ভারতবর্ষের ক্ষেত্রেও সংঘর্ষ দেখা যাচ্ছে। কৃষকদের সংঘর্ষ। শাসক-বিরোধী সংঘর্ষ। যুদ্ধ লেগেই রয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অসংখ্য সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে ভারতবর্ষেই।’’
তিনি (Mohan Bhagwat) আরও বলেন, ‘‘গোটা বিশ্বের কল্যাণের জন্যই ভারতকে আরও শক্তিশালী হতে হবে। বৈচিত্রের মধ্যে ঐক্যই হল আমাদের ভিত্তি। এই হল সেই ভূমি যেখানে কাশীর গঙ্গার জল দিয়ে পুজো করা হয় রামেশ্বরমে। এই হল পবিত্র শংকরাচার্যের ভূমি। যিনি কালাডিতে জন্মগ্রহণ করেছিলেন এবং দেশের চার কোণে চারটি মঠ স্থাপন করেছিলেন।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।