img

Follow us on

Friday, Nov 22, 2024

Supreme Court: ইভিএম থেকে রাজনৈতিক দলের প্রতীক সরানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, একজন ভোটার ভোটকেন্দ্রে আসার আগেই নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেন। ইভিএম- এর সামনে দাঁড়ানো অবধি কেউ অপেক্ষা করেন না।

img

শীর্ষ আদালত

  2022-11-02 17:26:09

মাধ্যম নিউজ ডেস্ক: ইভিএম (EVM) থেকে রাজনৈতিক দলের প্রতীক সরানোর (Removal of Party Symbol) আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়। অ্যাডভোকেট জেনারেল এই পিটিশনের বিরোধিতা করেছেন। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, একজন ভোটার ভোটকেন্দ্রে আসার আগেই নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেন। ইভিএম-এর সামনে দাঁড়ানো অবধি কেউ অপেক্ষা করেন না। 

আরও পড়ুন: অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত এসসিও বৈঠকে চিনকে কড়া বার্তা জয়শঙ্করের  

মামলাকারী অশ্বিনী উপাধ্যায়ের পক্ষে থেকে আদালতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী বিকাশ সিং এবং গোপাল শঙ্করনারায়ণ। তাঁদের দাবি, ইভিএম-এ রাজনৈতিক দলের প্রতীক থাকায় সংবিধানের ১৪ এবং ২১ নং অনুচ্ছেদের লঙ্ঘন হয়। অশ্বিনী বলেন, "ইভিএমে দলীয় প্রতীক থাকলে তা ভোটারদের পছন্দকে প্রভাবিত করে। নির্বাচনে লড়াই করা প্রার্থীদের বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়াই ভোটারদের মূল লক্ষ্য হওয়া উচিৎ। কিন্তু ইভিএম-এ প্রতীক থাকার কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হন ভোটাররা।"

আরও পড়ুন: লোক পাঠিয়ে ২১ কোটি টাকার তোলাবাজি করেছেন মানিক, বিস্ফোরক তাপস

মামলাকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন, "কেন দলগুলি এমন প্রার্থীদের বেছে নিচ্ছেন না, যাদের অপরাধে জড়িত থাকার কোনও ইতিহাস নেই। শুধুমাত্র একটি স্ট্যান্ডার্ড হলফনামা দাখিল করা হয়। প্রতিটি রাজনৈতিক দলই তা করছে। এলাকায় জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে।" সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতি পর্যবেক্ষণ জানিয়ে বলেন, "নির্বাচন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আর  তার মূল ভিত্তিই হলেন ভোটাররা। তাঁরাই প্রার্থী বেছে নিচ্ছেন। সুতরাং ভোটাররা যাকেই নির্বাচিত করুক না কেন, নির্বাচিত প্রতিনিধিকে রাজনৈতিক দলের থেকে আলাদা করা যাবে না।" 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

    

Tags:

Supreme court

Removal of Party Symbol

EVM


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর