img

Follow us on

Wednesday, Oct 30, 2024

Supreme Court: আরএসএসকে মিছিলের অনুমতি সুপ্রিম কোর্টের, ফের একবার মুখ পুড়ল তামিলনাড়ু সরকারের

চলতি মাসের ১৯ কিংবা ২৬ তারিখে ওই মিছিল করতে পারবে আরএসএস...

img

প্রতীকী ছবি।

  2023-11-08 13:07:10

মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ আরএসএসকে মিছিল করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের কাছে তামিলনাড়ু সরকার এ ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। মাদ্রাজ হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে চলতি মাসের ১৯ কিংবা ২৬ তারিখে ওই মিছিল করতে পারবে আরএসএস।

মিছিল করতে পারবে আরএসএস

শুনানির সময় রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের ওপর স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। মাদ্রাজ হাইকোর্টই পুলিশকে নির্দেশ দিয়েছিল রাজ্যে মিছিল করার অনুমতি দেওয়া হোক আরএসএসকে। সুপ্রিম কোর্টের সূর্য কান্ত ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আরএসএসকে মিছিলের প্রস্তাবিত রুটের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছিল। রাজ্যকেও বলেছিল  ১৫ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাতে। তার পরেই রাজ্য সরকার জানিয়ে দেয়, রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল করতে পারবে আরএসএস। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর।

স্ট্যালিন সরকারের মুখ পুড়েছিল গতবারও

প্রসঙ্গত, গত বছরও (Supreme Court) আজাদি কা অমৃত মহোৎসব ও গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে অক্টোবর মাসে রুট মার্চ করার জন্য স্ট্যালিন সরকারের কাছে আবেদন জানিয়েছিল আরএসএস। এই মিছিলকে ঘিরে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এই আশঙ্কায় সেই আবেদনও খারিজ করে দিয়েছিল তামিলনাড়ু সরকার। স্ট্যালিন সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নভেম্বরে মাদ্রাজ হাইকোর্টে যায় আরএসএস। সঙ্ঘ পরিবারের ওই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই বেঞ্চের বিচারপতি সংঘের কর্মসূচি বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন।

সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল আরএসএস। সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে আরএসএসকে মিছিল করার অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে বাকস্বাধীনতা রক্ষার দায়িত্ব তামিলনাড়ু সরকারের ওপর চাপিয়ে দিয়েছিলেন বিচারপতিরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। দায়ের করেছিল মামলাও।

আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

আরএসএসের মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত বলেও জানানো হয়েছিল আবেদনে। সেই মামলায়ও তামিলনাড়ু সরকারের আপত্তি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্টও। বিচারপতি ভি রামসুব্রহ্মণিয়ন ও পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চও জানিয়েছিল, রাজ্য সরকার যে তালিকা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে আরএসএসের সদস্যরাই বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারের শিকার হয়েছে। তারা কখনওই অপরাধী ছিল না। তাই আগের বিচারপতিরা যে রায় দিয়েছেন, তাতে কোনও ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই খারিজ করা হল এই আবেদন। এবারও সুপ্রিম কোর্ট (Supreme Court) আরএসএসকে মিছিলের অনুমতি দেওয়ায় ফের একবার মুখ পুড়ল তামিলনাড়ু সরকারের।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

 

 

Tags:

Madhyom

Supreme court

bangla news

Bengali news

RSS

tamil nadu government


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর