img

Follow us on

Thursday, Sep 19, 2024

Sushil Modi: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি

বিয়ে এখনও একটি পবিত্র প্রতিষ্ঠান...

img

ফাইল ছবি।

  2022-12-20 15:42:26

মাধ্যম নিউজ ডেস্ক: সমলিঙ্গে বিয়ে (Same Sex Marriage) সামাজিক বন্ধন ছিন্ন করবে। সোমবার জিরো আওয়ারে এ কথা বলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা সুশীল মোদি (Sushil Modi)। তাঁর মতে, তথাকথিত কিছু উদারপন্থী এ বিষয়ে অন্ধভাবে পশ্চিমী সংস্কৃতি অনুকরণ করতে চাইছে। এদিন সংসদে সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতির বিরোধিতা করেন তিনি। তাঁর দাবি, ভারতীয় সামাজিক মূল্যবোধ সমলিঙ্গ বিয়ে অনুমোদন করে না। এদিন বিচার বিভাগের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মাত্র দুজন বিচারপতি মিলে এমন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।

সুশীল মোদি বলেন...

সুশীল মোদি বলেন, যদিও দেশে এই ধরনের সম্পর্ক স্থাপন হচ্ছে, তবে বিয়ে এখনও একটি পবিত্র প্রতিষ্ঠান। তাই সমলিঙ্গের নারী-পুরুষ এক সঙ্গে বসবাস করছেন সেটা এক জিনিস, আর তাঁদের বিয়েকে আইনি স্বকৃতি দেওয়া অন্য জিনিস। ওই বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া যায় না।

সম্প্রতি সমলিঙ্গে বিয়ের আইনি অধিকার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের মত জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। তারই প্রেক্ষিতে সোমবার সংসদে এই মন্তব্য করেন বিজেপির সুশীল মোদি (Sushil Modi)। প্রসঙ্গত, বছর দুয়েক আগে একটি জনস্বার্থ মামলার জেরে সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া নিয়ে কেন্দ্রের মত জানতে চেয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই সময় সলিসটির জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছিলেন, ১৯৫৬ সালের হিন্দু বিবাহ আইনের আওতায় সমলিঙ্গের বিয়েকে নথিবদ্ধকররণের আইনি অনুমোদন দেওয়ার প্রস্তাবে কেন্দ্রের সম্মতি নেই।

আরও পড়ুন: ফের একবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে পারেন মমতা, কেন জানেন?

২০১৮ সালে সমকামিতাকে আইনি অপরাধের তালিকা থেকে বাদ দেয় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের ঐতিহাসিক সেই রায়কে  স্বাগত জানিয়েছিল কংগ্রেস সহ বিভিন্ন দল। সেই সময় চুপ করেছিলেন বিজেপি নেতৃত্ব। ব্রিটিশ আমলে তৈরি ১৮৬১ সালের ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় সমকামী যৌন সম্পর্ককে অপরাধের তকমা দেওয়া হয়েছিল।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

Tags:

Bengali news

parliament

Sushil Modi

Same Sex Marriage


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর