কেটি আমাদের ভগবানকে নিয়ে মজা করতে অনুমতি দিয়েছেন...
টি রাজা সিং। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ফের গ্রেফতার করা হল তেলঙ্গানার বিধায়ক বিজেপির (BJP) টি রাজা সিংকে (T Raja Singh)। বৃহস্পতিবার বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, পুরানো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় রাজাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিন যখন রাজাকে গ্রেফতার করা হয়, তখন তাঁর বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। বিধায়কের বাড়ির সামনের রাস্তায় তৈরি করা হয় ব্যারিকেড। তার পরেই রাজাকে নিয়ে যায় পুলিশ।
হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত (Prophet Remarks Row) মন্তব্য করে গ্রেফতার হয়েছিলেন তেলঙ্গানার (Telangana) বিধায়ক বিজেপির টি রাজা সিং। পরে তাঁর জামিনও হয়। দল থেকে তাঁকে সাসপেন্ডও করে বিজেপি। বুধবার তাঁর জামিনের প্রতিবাদে হায়দরাবাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় জনতা। তালাবকাট্টা, চারমিনার, মুখলপুরা, চঞ্চলগুড়া, বাহাদুরপুর এবং আম্বেরপেট এলাকায় সারারাত রাস্তা অবরোধ করে বসে থাকে বিক্ষোভকারীরা। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। মুখলপুরায় পুলিশের ভ্রাম্যমাণ গাড়ির ওপর পাথর ছোঁড়ে জনতা। বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন গোশামহল কেন্দ্রের দু বারের বিধায়ক বিজেপির টি রাজা সিং। ভিডিওটি ঘিরে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। আদালতে তোলা হলে জামিনও পেয়ে যান রাজা। এরই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ প্রদর্শন।
আরও পড়ুন : রাজা সিংয়ের জামিনের প্রতিবাদে তপ্ত তেলঙ্গানা, পুলিশকে লক্ষ্য করে পাথর
এদিকে, এদিনই এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি দাবি করেন, রাজা সিংয়ের বিতর্কিত মন্তব্যের জেরেই হায়দরাবাদে উত্তেজনা ছড়াচ্ছে। তাঁকে দ্রুত গ্রেফতার করে জেলে পাঠানো উচিত। এর কয়েক ঘণ্টার মধ্যেই পুরানো মামলায় অভিযুক্ত এই বিজেপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলহাট পুলিশ স্টেশনে রুজু হওয়া একটি মামলায় পিডি অ্যাক্টে এদিন তাঁকে গ্রেফতার করা হয়।এদিকে, নতুন রাজা সিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, পুরো পরিস্থিতির জন্য তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিনকে কাঠগড়ায় তোলেন রাজা। তিনি কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে নিশানা করেন। রাজার অভিযোগ, কেটি আমাদের ভগবানকে নিয়ে মজা করতে অনুমতি দিয়েছেন ফারুকিকে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।