img

Follow us on

Saturday, Jan 18, 2025

Swachhata Abhiyan: জমে থাকা অকাজের কাগজ-ফাইল বেচে ৩ বছরে কেন্দ্রের আয় ২,৩৬৪ কোটি! উচ্ছ্বসিত মোদি

PM Modi: সরকারি দফতরে স্বচ্ছতা মিশনের খতিয়ান ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের, প্রশংসা মোদির...

img

সরকারি দফতরের অপ্রয়োজনীয় কাগজ-ফাইল বিক্রি করে বিপুল আয় মোদি সরকারের (প্রতীকী ছবি)

  2024-11-11 09:24:25

মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি দফতরে দীর্ঘদিন ধরে জমা থাকা অকাজের কাগজপত্র, ফাইল ইত্যাদি বিক্রি করে (Swachhata Abhiyan) ২০২১ সাল থেকে মোদি সরকার আয় করেছে ২,৩৬৪ কোটি টাকা। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে, গত অক্টোবর মাসে এই স্বচ্ছতা অভিযানে কাগজপত্র বিক্রি করে মোদি সরকার আয় করেছে ৬৫০ কোটি টাকা।

ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রীর, প্রশংসা মোদির (PM Modi) 

এ নিয়ে এক্স হ্যান্ডেলে জিতেন্দ্র সিং লিখেছেন, ‘‘বিশেষ এই কর্মসূচিতে (Swachhata Abhiyan) ২০২১ সাল থেকে ২০২৪ পর্যন্ত অর্থাৎ তিন বছরে ২,৩৬৪ কোটি টাকা আয় হয়েছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এমন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইট শেয়ার করে লেখেন, ‘‘সম্মিলিতভাবে কাজ করার যে ফল সেটা আমরা লাভ করতে পেরেছি। এর ফলে পরিচ্ছন্নতা যেমন বেড়েছে, তেমনই আর্থিকভাবেও লাভবানও হয়েছি আমরা।’’

২০২৪ সালের অভিযান চলেছে ৫ লাখ ৯৭ হাজার স্থানে

কেন্দ্রীয় মন্ত্রীর ট্যুইট অনুযায়ী জানা যাচ্ছে, দেশব্যাপী সরকারি দফতরগুলিতে, ২০২৪ সালে ৫ লাখ ৯৭ হাজার স্থানে এই অভিযান (Swachhata Abhiyan) চালানো হয়েছে। ২০২৩ সালে এই অভিযান ২ লাখ ৫৯ হাজার জায়গাতে চালানো হয়েছিল। দেখা যাচ্ছে এক বছরের মধ্যে সাড়ে তিন লাখ বেশি স্থানে এই অভিযান হল। জানা গিয়েছে, বহু দফতরই তাদের লক্ষ্যমাত্রার ৯০-১০০ শতাংশ পূরণ করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: “প্রকাশিত ‘সঙ্কল্পপত্র’ মহারাষ্ট্রের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন”, বললেন শাহ

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Centre Government

central Minister jitendra singh

scrap disposal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর