অপরদিকে দুই যুগলের অবসর নেওয়ার পরের ভ্রমণ দুঃস্বপ্নে পরিণত হল।
উত্তরাখণ্ড চপার দুর্ঘটনা
মাধ্যম নিউজ ডেস্ক: "মেয়ের খেয়াল রেখ৷ ওর শরীর ভাল নেই"-এই ছিল পাইলট অনিল সিংয়ের স্ত্রীর সঙ্গে শেষ কথা৷ পরের দিন মঙ্গলবারই ৬ জন তীর্থযাত্রীকে নিয়ে ভেঙে পড়ল চপার বেল ৪০৭ (ভিটি-আরপিএন)৷ কম দৃশ্যমানতার জন্য উত্তরাখণ্ডের পাহাড়ে দুর্ঘটনার মুখে পড়ে ছয় আসনের এই চপার৷ তীর্থযাত্রীদের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারান ৫৭ বছর বয়সি পাইলট অনিল সিংও৷ আগের দিনই স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল অনিলের৷ জানতে চেয়েছিলেন মেয়ের কথা৷
আরও পড়ুন: মুম্বাই হামলায় মৃতদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রসংঘের সাধারণ সচিব
#WATCH | Uttarakhand: A helicopter carrying Kedarnath pilgrims from Phata crashes, casualties feared; administration team left for the spot for relief and rescue work. Further details awaited pic.twitter.com/sDf4x1udlJ
— ANI (@ANI) October 18, 2022
কেদারনাথে আসার আগেই দেখে এসেছিলেন মেয়ের শরীর ভালো নেই৷ মেয়ের কাছে আর কখনও ফেরা হবে না বাবা অনিলের৷ স্ত্রী শিরিন আনন্দিতা এবং মেয়ে ফিরোজা সিংকে নিয়ে মুম্বাইয়ের অন্ধেরীর অভিজাত আবাসনে থাকতেন অনিল৷ আদতে পূর্ব দিল্লির বাসিন্দা অনিল সপরিবার গত ১৫ বছর ধরে এই আবাসনের বাসিন্দা৷
দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি মূলত আরিয়ান অ্যাভিয়েশন৷ কেদারনাথ মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে এই চপার উড়ে যাচ্ছিল গুপ্তকাশী৷ সকাল ১১.৪৫ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলায় গরুড় চটি এলাকায় দেব দর্শিনীতে হেলিকপ্টারটি দৃশ্যমানতার অভাবে ভেঙে পড়ে কম৷
অপরদিকে দুই যুগলের অবসর নেওয়ার পরের ভ্রমণ দুঃস্বপ্নে পরিণত হল। চারজনের মধ্যে আজ তিনজনই চপার দুর্ঘটনায় মৃত। প্রেম কুমার (৬৩), স্ত্রী সুজাতা (৫৬), সুজাতার বোন কালাই (৬০)। কালাইয়ের স্বামী রমেশ পাহাড় বেয়ে গুপ্তকাশী যাওয়ার সিদ্ধান্ত নেন। তাই তিনি আজ জীবিত। তিরুমঙ্গলামে থাকতেন সুজাতা এবং তাঁর স্বামী। দুই ছেলে মেয়েই বিদেশে থাকেন। উচ্চপদস্থ চাকুরে প্রেমকুমার সদ্য অবসর নিয়েছিলেন। রমেশও কিছুদিন আগেই অবসর নিয়েছিলেন। ধর্মপ্রাণ যুগলদের এটাই ছিল অবসরের পর প্রথম ভ্রমণ। আর ফেরা হল না কাছের মানুষের কাছে।
জানা গিয়েছে, কেদরনাথ থেকে ওড়ার পরই হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়। এরপরই গরুড় চটির কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। কেদারনাথ ধামের থেকে গরুড় চটির দূরত্ব মাত্র দুই কিমি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।