img

Follow us on

Saturday, Jan 18, 2025

Bill Gates-PM Modi: ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে আমি অনুপ্রাণিত হই’’, বললেন বিল গেটস

দিল্লিতে মোদি-গেটস বৈঠক, কী আলোচনা হল?

img

গেটস-মোদি বৈঠক দিল্লিতে (সংগৃহীত ছবি)

  2024-03-01 14:04:49

মাধ্যম নিউজ ডেস্ক: মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন ভারত সফরে। দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন তিনি। বৃহস্পতিবার রাতেই তিনি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে (Bill Gates-PM Modi)। তাঁদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সমাজ মাধ্যমের পাতায় বিল গেটস জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি অনুপ্রাণিত হন। প্রসঙ্গত, এদেশে এসে প্রথমেই বিল পৌঁছান ভুবনেশ্বরের আদর্শ নগরের কলোনিতে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে গল্পগুজবও করতে দেখা যায় তাঁকে। মার্কিন ধনকুবেরকে আদর্শ কলোনির মা মঙ্গলা বস্তিতে দেখে উচ্ছ্বসিত হন বাসিন্দারা (Bill Gates-PM Modi)। 

কোন কোন ইস্যুতে আলোচনা?

মোদি-গেটস বৈঠকে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি নারী সুরক্ষা থেকে নারী সশক্তিকরণ, স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়েও কথা হয়েছে দুজনের। এমনটাই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের সাক্ষাৎকার নিয়ে পোস্ট করেছেন মোদি-গেট দুজনেই।

মোদির ট্যুইট

প্রধানমন্ত্রী মোদি (Bill Gates-PM Modi) তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘ভীষণ ইতিবাচক বৈঠক হয়েছে। যারা বিশ্বকে আরও শক্তিশালী করতে পারে এবং কোটি কোটি মানুষকে দিশা দেখাতে পারে, তাঁদের সঙ্গে যে কোনও বিষয় নিয়ে আলোচনাই খুব গুরুত্বপূর্ণ।’’

গেটসের ট্যুইট

মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা এক্স হ্যান্ডেলে (Bill Gates-PM Modi) লেখেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে প্রতিবারই ভালো লাগে। আমি অনুপ্রাণিত হই। ভারতের থেকে কীভাবে বিশ্ব শিক্ষা নেবে সেই বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Microsoft

bangla news

Bengali news

Bill Gates-PM Modi

Bill Gates-PM Modi meeting

Bill Gates visit india


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর