এয়ার ইন্ডিয়ার ২১৮টি বিমান ভিস্তারার সঙ্গে যুক্ত হওয়ার পর...
প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ায় (Air India) মিশে যাচ্ছে ভিস্তারা (Vistara)। অন্তত এমনই ঘোষণা করা হল টাটা সন্সের (TATA Sons) পক্ষ থেকে। এয়ার ইন্ডিয়াকে ঘুরে দাঁড় করাতে নানা পরিকল্পনা করছে টাটা। তারই একটি হল ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়াকে মিশিয়ে দেওয়া। এনিয়ে দীর্ঘদিন ধরে ভাবনাচিন্তা চলছিল। শেষমেশ তা রূপায়িত হতে চলেছে বলে ঘোষণাও করে দিল টাটা সন্স। এয়ার ইন্ডিয়ার ২১৮টি বিমান ভিস্তারার সঙ্গে যুক্ত হওয়ার পর এটিই হবে শীর্ষ স্থানীয় এবং আন্তর্জাতিক ক্যারিয়ার। শুধু তাই নয়, টাটার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়া মিশে গেলে এটি হবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক ক্যারিয়ার এবং দ্বিতীয় বৃহত্তম অভ্যন্তরীণ ক্যারিয়ার।
জানা গিয়েছে, সব মিলিয়ে এয়ার ইন্ডিয়া বিনিয়োগ করবে ২ হাজার ৫৯ কোটি টাকা। বেশিরভাগ শেয়ার থাকবে এয়ার ইন্ডিয়ার হাতেই। ভিস্তারার শেয়ার থাকবে ২৫.১ শতাংশ। টাটা সন্সের (TATA Sons) চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে জানিয়েছেন, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার একীকরণ এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের উড়ান সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, আমরা এয়ার ইন্ডিয়াকে বদলাচ্ছি। আমরা একটি শক্তিশালী এয়ার ইন্ডিয়া তৈরি করার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত। এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে পূর্ণ এবং কম খরচে পরিষেবা দেবে। তিনি বলেন, টাটা সন্স ভারতের অন্যতম প্রতিষ্ঠিত এবং সম্মানিত নাম। তিনি জানান, ২০১৩ সালে শুরু হয় ভিস্তারার যাত্রা। অল্প সময়ের মধ্যে অনেক প্রশংসা অর্জন করেছে এই উড়ান সংস্থা।
আরও পড়ুন: দুর্নীতি নার্সিং নিয়োগেও! অভিযোগের তির মন্ত্রী অখিল গিরির ভাইঝির দিকে
সিঙ্গাপুর আন্তর্জাতিক এয়ারলাইন্স জানিয়েছে, ভিস্তারার সঙ্গে এয়ার ইন্ডিয়ার একীকরণের চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার ২৫.১ শতাংশের মালিকানা পাবে সিঙ্গাপুর আন্তর্জাতিক এয়ারলাইন্স। এছাড়া লেনদেনের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়াতে ভারতীয় মুদ্রায় দু হাজার কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তারা জানায়, নিয়ন্ত্রক সংস্থাগুলি অনুমোদন পেয়ে গেলে ২০১৪ সালের মার্চ মাসের মধ্যেই দুই সংস্থার একীকরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবারই একীকরণের বিষয়টি বিবৃতি জারি করে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সও। তারা এও জানিয়েছে, এদিনই বোর্ডের তরফ থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।