img

Follow us on

Sunday, Jan 19, 2025

Jammu-Kashmir: কাশ্মীরে ব্যাংক ম্যানেজার খুনে অভিযুক্ত জঙ্গি নিহত

মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ বাহিনী এবং আধাসেনা সোপিয়ানের কানজুল্লার গ্রামে তল্লাশি চালায়।

img

উপত্যকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

  2022-06-15 13:02:36

মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকায় ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার (Vijay Kumar) নামে কুলগামের (Kulgam) ব্যাংক ম্যানেজার খুনে অভিযুক্ত-সহ দুই লস্কর-ই-তৈবা (Laskar-e-Taiba) জঙ্গিকে খতম করল পুলিশ ও সেনার যৌথবাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu-Kashmir) সূত্রে খবর, রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই লস্কর জঙ্গি।

কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার ট্যুইট করে জানান, দুই নিহত জঙ্গির একজন হল জান মহম্মদ লোন। শোপিয়ানের (Shopian) বাসিন্দা এই যুবক জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল। সম্প্রতি রাজস্থানের বাসিন্দা বিজয় কুমার নামে কুলগামের এক ব্যাঙ্ক ম্যানেজারের খুনে অভিযুক্ত এই জঙ্গি।

">

মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথবাহিনী এবং আধাসেনা শোপিয়ানের কানজুল্লার গ্রামে তল্লাশি চালায়।  গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, এলাকায় কিছু জঙ্গি ডেরা রয়েছে। এই খবর পেয়েই ওই এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। এরপর তাঁরা জঙ্গিডেরায় ঢুকে পড়ে। এদিকে, সেনার উপস্থিতি টের পেতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা এবং নিরাপত্তা বলয় ভেঙে পালানোর চেষ্টা করে বলে সূত্রের খবর। যৌথবাহিনীর পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই। 

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জামাত অনুমোদিত স্কুল বন্ধ করল সরকার, কেন জানেন?

মধ্যরাতেই কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয় যে, রাতভর গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, জান মহম্মদ নামে এক জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। কুলগামের আরে গ্রামে রাজস্থান নিবাসী ব্যাংক ম্যানেজারকে খুনে জড়িত ছিল এই জান মহম্মদ। দ্বিতীয় জঙ্গির পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, রাজস্থানের (Rajasthan) বাসিন্দা বিজয় কুমার এল্লাকুয়াই-দেহাতি ব্যাংকের ম্যানেজার পদে ছিলেন। এই ব্যাংকের সদর শ্রীনগরে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীন এই ব্যাঙ্কের ম্যানেজারকে গত ২ জুন খুন করে জঙ্গিরা। তার চারদিন আগেই কাজে যোগ দিয়েছিলেন তিনি।

Tags:

Kashmir Police

Jammu-Kashmir

Bank Manager's Killing

LET


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর