img

Follow us on

Friday, Nov 22, 2024

Narendra Modi: প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম, ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের সূচনাও করবেন মোদি

আজ জনজাতি গৌরব দিবসে ঝাড়খন্ডে প্রধানমন্ত্রী 

img

প্রধানমন্ত্রী মোদি (ফাইল ছবি)

  2023-11-15 19:54:27

মাধ্যম নিউজ ডেস্ক: ২ দিনের ঝাড়খন্ড সফরে প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বিরসা মুন্ডা এয়ারপোর্টে নামেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এয়ারপোর্ট থেকে নরেন্দ্র মোদি রাজভবন পর্যন্ত ১০ কিলোমিটারের পথ অতিক্রম করেন রোড শো-এর মাধ্যমে। দু'পাশে দাঁড়ানো জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ বুধবার অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যাবেন বিরসা মুন্ডার গ্রাম। 

ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

ঝাড়খন্ডে আজ ২৪ হাজার কোটি টাকার প্রজেক্ট-এর উদ্বোধন করবেন তিনি যা জনজাতি এলাকাগুলিতে উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আজই রয়েছে 'জনজাতি গৌরব দিবস'। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করবেন 'বিকশিত ভারত সংকল্প যাত্রা'র। জানা গিয়েছে, বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে জনসংযোগ করবে মোদি সরকার। মানুষকে সচেতন করা হবে সরকারের বিভিন্ন রকমের প্রকল্প সম্পর্কে। বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছেন। যার মধ্যে অর্থনৈতিক পরিষেবা যেমন রয়েছে, তেমনই বিদ্যুৎ সংযোগ, বাড়িতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিবদের ঘর দেওয়া, রেশনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা। এর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে গ্রামগুলিতে শৌচাগারও স্থাপন করেছে মোদি সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার, ১৫তম ইনস্টলমেন্টে ১৮ হাজার কোটি টাকাও অনুমোদন করা হবে আনুষ্ঠানিকভাবে আজকে। এর পাশাপাশি তিনি ঝাড়খন্ড রাজ্যের জন্য ৭,২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনাও করবেন।

প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম

বুধবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিদর্শন করবেন ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক যা রাঁচিতে অবস্থিত। সেখান থেকে তিনি হেলিকপ্টারে চড়ে যাবেন বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে, যা ঝাড়খন্ড রাজ্যের খুন্তি জেলাতে অবস্থিত। সেখানে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মোদি। ৩ বছর আগে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'মন কি বাতে', 'ভগবান বিরসা মুন্ডা'র দুঃসাহসিক গল্প স্মরণ করেন এবং ঘোষণা করেন, তাঁর জন্ম-জয়ন্তী, প্রতি বছর 'জনজাতি গৌরব দিবস' হিসাবে উদযাপন করা হবে। 'জনজাতি গৌরব দিবস' আজকে তৃতীয় বছরে পা দিল। স্বাধীনতার পরে প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসার গ্রামে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Narendra Modi

bangla news

Bengali news

Birsa Munda

janajati gaurav divas


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর