ফের হুমকি ভিডিও প্রকাশ পান্নুনের....
খালিস্তানি জঙ্গি পান্নুন (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী জঙ্গি নেতা পান্নুনের (Pannun) মূল কাজই হল ভিডিওবার্তার মাধ্যমে হুমকি দেওয়া। কখনও গুজরাটে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ বন্ধ করার হুমকি দেয় সে, কখনও বা সংসদ ভবন ওড়ানোর হুমকি। এবার নয়া ভিডিও এল পান্নুনের। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার কথা। তার হুঁশিয়ারি, ‘‘ভারতে এবার অর্থনৈতিক ধ্বংসলীলা চালাবো।’’ ‘শিখ ফর জাস্টিস’ সংগঠনের প্রতিষ্ঠাতা পান্নুনের বিরুদ্ধে একাধিক দেশদ্রোহিতার মামলা রয়েছে। এই জঙ্গি নেতার দাবি, ‘‘ভারতে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্য নিয়েই বম্বে স্টক এক্সচেঞ্জে হামলা চালানো হবে। পাশাপাশি ব্যাঙ্ক, কর্পোরেট সেক্টরও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে।’’
কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, পৃথক রাজ্য খালিস্তান তৈরির সমস্ত রকমের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, তাই এবার অন্য উপায়েই এই খালিস্তানি জঙ্গি এমন প্রচার করছে। শুধুমাত্র পান্নুন (Pannun) নয়, এর পাশাপাশি আরও অনেক খালিস্তানপন্থী জঙ্গিই খালিস্তানি প্রচার চালাচ্ছে আমেরিকায় বসে এবং বিদেশি সংস্থাগুলি তাদের আগলে রেখেছে শুধুমাত্র বাক স্বাধীনতার দোহাই দিয়ে। সম্প্রতি আরও একটি ভিডিও প্রকাশ করেছিল পান্নুন (Pannun) এবং সেখানে সে প্রশ্ন তোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঠিক কোন স্তরের নিরাপত্তা পান! প্রসঙ্গত ২০২০ সালের জুলাই মাসেই পান্নুনকে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয় ইউএপিএ আইন অনুযায়ী।
প্রসঙ্গত, বম্বে স্টক এক্সচেঞ্জ ওড়ানোর হুমকি পান্নুন দিয়েছে ১২ মার্চ। ১৯৯৩ সালের ওই দিনেই ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী। সেই দিনই ফের বম্বেতে বিস্ফোরণের হুমকি দিতে শোনা গেল পান্নুনকে। এর আগে ১৩ ডিসেম্বর সংসদ হামলার বর্ষপূর্তিতেও পার্লামেন্ট ওড়ানোর হুমকি দিয়েছিল সে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।