Dalai Lama: এদিন তাওয়াং সেক্টরে ভারত-চিন বাহিনীর মধ্যে সংঘর্ষের ব্যাপারে দলাই লামার প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল।
দলাই লামা
মাধ্যম নিউজ ডেস্ক: চিনে ফিরে যাওয়ার কোনও মানে নেই, ভারতই সর্বোত্তম জায়গা, এমনটাই জানালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। ফের তাঁর মুখে চিন প্রত্যাখ্যানের কথা শোনা গেল। তিনি সাফ জানিয়ে দিলেন, ভারতই তাঁর পছন্দের জায়গা। বাকি জীবন তিনি ভারতেই থাকতে চান। আর তিনি হিমাচল প্রদেশের কাঙরা জেলাতেই থাকতে চান।
সম্প্রতি ঘটে যাওয়া ভারত-চিন সীমান্ত তাওয়াং-এ সংঘর্ষের প্রসঙ্গ এনে তাঁকে জিজ্ঞেস করা হলে, দলাই লামা (Dalai Lama) বলেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে – চিন আরও নমনীয় হচ্ছে। কিন্তু, চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই।” এই সংঘর্ষ নিয়ে তিনি চিনকে কিছু বার্তা দিতে চান কিনা, সেই নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই। ভারতই সেরা ও আমার পছন্দের জায়গা। পণ্ডিত নেহরুর পছন্দের জায়গা কাঙরাই আমার স্থায়ী ঠিকানা।”
#WATCH | Kangra, Himachal Pradesh: Dalai Lama says, "...There is no point in returning to China. I prefer India. That's the place. Kangra - Pandit Nehru's choice, this place is my permanent residence..." pic.twitter.com/Wr6dGEPIIx
— ANI (@ANI) December 19, 2022
প্রসঙ্গত, ৯ ও ১০ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় জমিতে প্রবেশের চেষ্টা করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। তারপর থেকে ফের ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে তাওয়াং সেক্টরে উভয় পক্ষের সংঘর্ষে চিনা বাহিনীকে কড়া জবাব দিয়েছে ভারত। সংঘর্ষে ভারতীয় জওয়ানদের থেকে চিনা জওয়ানদের জখম হওয়ার সংখ্যা বেশি। ভারতে কোনও প্রাণহানি বা তেমন কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মোদি সরকারের উপর আস্থা! ভারতীয় সেনার পাশে তাওয়াং মঠ
এই ঘটনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিশ্চিত করেছিলেন যে, ৯ ডিসেম্বর ভারত-চিনের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে কয়েকজনই সামান্য আহত হয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন যে, এই ঘটনার পর চিনকে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।
আর এসব নিয়েই দলাই লামাকে এদিন জিজ্ঞেস করা হলে তিনি পরোক্ষভাবে চিন প্রত্যাখ্যানের কথাই বলেন। আর বলেন যে, ভারতই শ্রেষ্ঠ। আর তিনি চিনে কখনওই ফেরত যাবেন না। উল্লেখ্য, দলাই লামা ২-৩ দিন দিল্লিতেই থাকবেন। কারণ তাঁর কিছু সভা আছে। এর পর তিনি কিছু অনুষ্ঠানে যোগ দিতে বিহারের বোধগয়া যাবেন।