img

Follow us on

Sunday, Jan 19, 2025

Tomato Price: টমেটোর দাম কমাতে বড় ঘোষণা মোদি সরকারের

শুক্রবার থেকে দিল্লিতে কম দামে টমেটো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে উপভোক্তা বিষয়ক দফতর

img

প্রতীকী ছবি

  2023-07-13 12:16:31

মাধ্যম নিউজ ডেস্ক: আগুন ছুটছে টমেটোর দামে (Tomato Price)। থলি হাতে বাজারে যেতেই মধ্যবিত্তের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এই আবহে টমেটোর মূল্যবৃদ্ধি রুখতে অবতীর্ণ হল মোদি সরকার। টমেটোর দাম বৃদ্ধি রোধ করতে বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, দেশের টমেটো উৎপাদনকারী রাজ্য থেকে আরও বেশি টমেটো সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সংগ্রহ করা টমেটো বিক্রি করা হবে প্রধান প্রধান বাজারগুলিতে। যার ফলে ন্যায্য দামে টমেটো কিনতে পারবেন সাধারণ মানুষ।

দেশের মোট টমেটোর (Tomato Price) ৬০ শতাংশ আসে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে

কৃষিপ্রধান দেশ ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই টমেটো উৎপাদন হয়। তবে, বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশই আসে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে। কেন্দ্রীয় সরকার বলছে, বর্তমানে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় টমেটো সরবরাহ করা হচ্ছে। দিল্লি এবং আশেপাশের শহরে আসছে হিমাচল প্রদেশ এবং কর্নাটকের টমেটো।

দিল্লিতে কম দামে টমেটো (Tomato Price) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে উপভোক্তা বিষয়ক দফতর

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার থেকে দিল্লিতে কম দামে টমেটো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে উপভোক্তা বিষয়ক দফতর। জানা গিয়েছে, উপভোক্তা বিষয়ক দফতরের তরফে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন (NCCF)-কে টমেটো সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে রাজ্যগুলিতে টমেটো বেশি উৎপাদিত হয়, সেখান থেকেই সংগ্রহের কাজ চালাবে এই দুই সংস্থা। তারপর টমেটোগুলি সেই সব এলাকায় কম দামে বিক্রি করা হবে, যেখানে দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে।

পর্যাপ্ত টমেটো (Tomato Price) বাজারে আসতে চলেছে

মূলত দিল্লি এলাকার বাজারগুলিতে টমেটো সরবরাহ করা হয় হিমাচল প্রদেশ থেকে। আবার কলকাতায় টমেটো আসে বেঙ্গালুরু ও নাসিক থেকে। মোদি সরকারের দাবি, উৎপাদিত টমেটো নাসিক জেলা থেকে শীঘ্রই আসবে। এর ফলে সারা দেশ জুড়ে দাম কমবে টমেটোর।

 

আরও পড়ুুন: ভোটের হিংসায় ফের মুর্শিদাবাদ ও মালদায় মৃত্যু হল ২ জনের! 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

modi govt to sell tomatoes on discounted rates