img

Follow us on

Sunday, Jan 19, 2025

Tripura Election: ত্রিপুরা জয়ের খোয়াব ভেঙে খান খান, অতঃ কিম? ভাবছে তৃণমূল

ত্রিপুরা পুরনির্বাচনেও জনমত যাচাইয়ের চেষ্টা করেছিল তৃণমূল...

img

দিশেহারা?

  2023-03-02 19:09:10

মাধ্যম নিউজ ডেস্ক: ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে (Tripura Election) প্রার্থী দিতে পেরেছিল মাত্র ২৮টিতে। তার পরেও ত্রিপুরা জয়ের খোয়াব দেখতে শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল (TMC)। শেষমেশ নোটার (NOTA) চেয়েও কম ভোট পেয়ে ফের একবার মুখ পোড়াল মা মাটি মানুষের দল। ত্রিপুরেশ্বরীর রাজ্যে কার্যত অস্তিত্বহীন হয়ে গেল মমতার দল।

ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Election)...

২০১৮ সাল থেকে ত্রিপুরা জয়ের লক্ষ্যে নেমেছে তৃণমূল। সে বছর বিধানসভা নির্বাচনে মাত্র ২৪টি আসনে প্রার্থী দিতে পেরেছিল ঘাসফুল শিবির। সেবার সব মিলিয়ে তারা পেয়েছিল ৬ হাজার ৯৮৯টি ভোট। এবার ২৮টি আসনে লড়ে ঘাসফুল আঁকা ঝুলিতে ভোট জুটেছে সাকুল্যে ২১ হাজারের কিছু বেশি। ত্রিপুরা পুরনির্বাচনেও জনমত যাচাইয়ের চেষ্টা করেছিল তৃণমূল। মুখ পুড়েছিল সেবারও। আমবাসা পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। তবে দিন দুই পরে তিনিও ভিড়ে যান বিজেপিতে। ২০২২ সালের জুনে ত্রিপুরার চার বিধানসভা আসনের উপনির্বাচনেও প্রার্থী দিয়েছিল মমতার দল। চারটিতেই বাজেয়াপ্ত হয় জামানত।

আরও পড়ুুন: ত্রিপুরায় জয়ী বিজেপি, নোটার চেয়েও কম ভোট পেয়ে মুখ পোড়াল তৃণমূল

অথচ এবার ত্রিপুরা (Tripura Election) জয়ের লক্ষ্যে প্রথম থেকেই মাটি কামড়ে পড়েছিল তৃণমূল। প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেই দায়িত্ব দেওয়া হয় ত্রিপুরার। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জি বিজেপি ঘুরে ফের তৃণমূলে ফিরলে ব্যাপক বিক্ষোভ হয় ঘরে-বাইরে। ছুঁচো গিলতে রাজীবকে ‘পুনর্বাসন’ দেওয়া হয় ত্রিপুরায়। ত্রিপুরা যাতায়াত করতে শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় পদযাত্রা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তার পরেও ত্রিপুরেশ্বরীর রাজ্যে খাতা খুলতে পারেনি তৃণমূল নেত্রীর দল।

প্রত্যাশিতভাবেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির ত্রিপুরা রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বোস ট্যুইট-বার্তায় বলেন, ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাওয়ার জন্য তৃণমূলকে নৈতিক জয়ের শুভেচ্ছা। মনে হচ্ছে প্রার্থীরা নিজেরাও তৃণমূলকে ভোট দেয়নি। সমবেদনা জানাতে একটি ফুটবল ও হুইল চেয়ার দিতে হবে। তৃণমূলকে (Tripura Election) নিশানা করার সুযোগ হাতছাড়া করেনি বঙ্গ বিজেপিও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে লেখেন, মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তোলামুল পার্টি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

 
 

 

Tags:

bjp

tmc

Suvendu Adhikari

Bengali news

tripura election

tripura election 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর