img

Follow us on

Saturday, Jan 18, 2025

CBI: নিটের তদন্তে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার দুই, বিহারেই কি ঘুঘুর বাসা?

নিটের পরীক্ষার্থীদের থাকা-খাওয়ারব্যবস্থাও করত অভিযুক্তরা

img

প্রতীকী চিত্র

  2024-06-28 13:10:41

মাধ্যম নিউজ ডেস্ক: নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে নেমে এবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন দুজন। তদন্তে নেমে এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতারি। বৃহস্পতিবার বিহারের পাটনা থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম মণীশ কুমার এবং আশুতোষ কুমার বলে জানা গিয়েছে।

ময়দানে নেমেই সিবিআইয়ের সাফল্য (CBI)

সিবিআই সূত্রে খবর মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। তাঁদের থাকার ব্যবস্থাও করা হত। এ কাজে তাঁকে সহযোগিতা করতেন আশুতোষ। মূলত পরীক্ষার্থীদের গাড়ি করে নিয়ে আসার কাজ ছিল মণীশের। নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা এবং খাবারের বন্দোবস্ত করার দায়িত্ব ছিল আশুতোষের উপর। মনে করা হচ্ছে পরীক্ষার আগে একটি ফাঁকা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। সেখানে ২৪ জন পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়। পরীক্ষার আগের দিন তাঁদের নিটের প্রশ্ন দেওয়া হয়। সেগুলোর উত্তরও তৈরি করে দেওয়া হয়। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই ছ’টি এফআইআর দায়ের করেছে সিবিআই। রবিবার সিবিআইয়ের (CBI) হাতে নেট প্রশ্ন ফাঁস কান্ডের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক। সেদিনই প্রথম এফআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এরপরই তদন্তে নামে তাঁরা।

বাড়তি নম্বরের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট

সিবিআই (CBI) তদন্ত চালালেও সুপ্রিম কোর্টেও প্রশ্ন ফাঁস কাণ্ডের মামলাটি চলছে। নিটের পরীক্ষায় বাড়তি নম্বরের ব্যাখ্যা চেয়ে বৃহস্পতিবারই পরীক্ষার নিয়ামক সংস্থাকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৮ জুলাই এর মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত একটি লার্নিং অ্যাপের তরফে নিট দুর্নীতি এবং বাড়তি নম্বরের প্রসঙ্গ তুলে মামলা দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত চার রাজ্যে এখন অবধি এই মামলায় ২৬ জন গ্রেফতার হয়েছেন। তাঁর মধ্যে বিহারে ১৩, ঝাড়খণ্ডে ৬, গুজরাটে ৫ এবং মহারাষ্ট্র থেকে ২ জন গ্রেপ্তার হয়েছেন। নিটে একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করার পরেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়।

আরও পড়ুন: লোক আদালত বসিয়ে ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

এর পরেই প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু র‍্যাংকিং নিয়ে বিতর্ক প্রকাশ্যে আসতেই বাড়তি নম্বরে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদের ঝড় ওঠে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

news in bengali

NEET-UG paper leak

- NEET CBI probe

Arrests in NEET-UG

NEET-UG exam irregularities state news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর