প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার আবেদন প্রশাসনের...
নূপুর শর্মা বিতর্কে অশান্তির খণ্ডচিত্র। নিজস্ব চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: নূপুর শর্মা (Nupur Sharma) বিতর্কে ক্রমেই ছড়াচ্ছে অশান্তি। বাংলার (West Bengal) পাশাপাশি অগ্নিগর্ভ ঝাড়খণ্ডের রাঁচিও (Ranchi)। সেখানে সংঘর্ষে মৃত্যু হয়েছে দু'জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার রাঁচির বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ইটবৃষ্টির পাশাপাশি একাধিক গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে রাঁচির বেশ কয়েকটি জায়গায় কার্ফু জারি করা হয়।
ঝাড়খণ্ডের জনগণ খুবই ‘সংবেদনশীল এবং সহনশীল’ বলে উল্লেখ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জনগণকে সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী বলেন, আমি সবাইকে সম্প্রীতি বজার রাখার আবেদন জানানোর পাশাপাশি এমন কোনও ক্রিয়াকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই।
আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড নূপুর শর্মা, নবীন জিন্দালকে বহিষ্কার বিজেপি-র
অশান্তি হয়েছে বাংলায়ও। হাওড়ার (Howrah) ধুলোগড়, পাঁচলা, উলুবেড়িয়া, শলপ সহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় বাইক। রাস্তায় টায়ার জ্বালিয়ে তৈরি করা হয় আতঙ্কের পরিবেশ। পাঁচলায় বিজেপির একটি পার্টি অফিসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিকে বড় ধরনের অশান্তির কোনও ঘটনা ঘটেনি পাঞ্জাবে। তবে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুরু শর্মার গ্রেফতারি দাবি করেছে প্রতিবাদকারীরা। উত্তর প্রদেশে জুম্মার নমাজের পর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের স্লোগান দিতেও দেখা গিয়েছে।
ব্যাপক বিক্ষোভ হয়েছে দিল্লির জামা মসজিদ চত্বরে। পরে পুলিশ গিয়ে হঠিয়ে দেয় বিক্ষোভকারীদের। উত্তেজনা থাকলেও বড় ধরনের কোনও অশান্তির ঘটনা ঘটেনি জম্মু-কাশ্মীরে। অশান্তির আশঙ্কায় ব্যবস্থা করা হয়েছিল কড়া প্রহরার। জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়। উপত্যকার কোনও কোনও অংশে বনধ্ও পালন করেন সাধারণ মানুষ। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিতে অনুরোধ জানান।
বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে পরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। তাঁর মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের রোষানলে পড়েছেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নবীন কুমার জিন্দাল। দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। তার পরেও দেশের বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষিপ্ত অশান্তি। সেই অশান্তি দমাতে ঝাড়খণ্ড সরকার যে ব্যবস্থা নিয়েছে, বাংলার তৃণমূল সরকার তা করেনি বলে অভিযোগ বিজেপির। তার জেরেই গত দুদিন ধরে অশান্তির আঁচে পুড়ছে হাওড়ার বিভিন্ন পকেট। যার ফল ভোগ করছেন নিতান্তই সাধারণ মানুষ।