img

Follow us on

Sunday, Jan 19, 2025

Udaaipur Tailor Murder: দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে, উদয়পুরকাণ্ডে সচিন পাইলট

Sachin Pilot: এই ঘটনায় সীমান্তের ওপারের যদি কোনও যোগ পাওয়া যায়, তাহলে আমরা বিষয়টির শেষ অবধি যাব।

img

সচিন পাইলট

  2022-06-30 15:32:08

মাধ্যম নিউজ ডেস্ক: উদয়পুর হত্যাকাণ্ডের (Udaaipur Tailor Murder) সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। উদয়পুর দর্জি খুন নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা এবং রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট (Sachin Pilot)। বৃহস্পতিবার সচিন বলেন, "এরা মানবতার সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। খুনের নৃশংসতায় সবাই হতবাক। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার হবে এবং খুব শীঘ্রই শাস্তি দেওয়া হবে। বিষয়টি গোটা দেশের সামনে উদাহরণ হয়ে থাকবে।" 

আরও পড়ুন: "দায়ী রাজ্যের তোষণের রাজনীতি", উদয়পুর হত্যাকাণ্ডের নিন্দায় বসুন্ধরা রাজে 

জয়পুরে সর্বদলীয় বৈঠকের পরেই এমন মন্তব্য করেছেন সচিন পাইলট। উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে বুধবারই সর্বদলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিন সচিন জানান, রাজস্থান পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ চালাচ্ছে। ঘটনায় পাকিস্তানের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  দর্জি খুনের ঘটনায় পাকিস্তান যোগ রয়েছে, এই দাবি আগেই করেছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র যাদব ৷ 

সচিন পাইলট এদিন আরও বলেন, "পাঞ্জাব, কাশ্মীরের মতো রাজস্থানও সীমান্ত রাজ্য। এই ঘটনায় সীমান্তের ওপারের যদি কোনও যোগ পাওয়া যায়, তাহলে আমরা বিষয়টির শেষ অবধি যাব। অন্য কোনও সংস্থা বা ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাদেরও রেয়াত করা হবে না।" 

আরও পড়ুন: উদয়পুর-হত্যাকাণ্ডে জঙ্গি যোগ! তদন্ত শুরু করল এনআইএ

তিনি আরও বলেন, "আমরা মৃতের পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এই বিষয়ে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে বর্ষীয়ান আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।" 

নুপুর শর্মার (Nupur Sharma) সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করায় মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে  কানহাইয়া লাল সাহু নামের এক দর্জিকে দোকানের ভিতরে ঢুকে খুন করে দুষ্কৃতিরা। নৃশংস এই ঘটনার ভিডিও- ও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।  

ঘটনাকে জঙ্গি আক্রমণ বলে উল্লেখ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও (Ashok Gehlot)। তিনি জানিয়েছেন, "এর সঙ্গে আন্তর্জাতিক সংগঠন জড়িত ৷ দোষীদের অবশ্যই সাজা দেওয়া হবে এবং সে বিষয়ে কোনও দেরি করা হবে না।"

 

Tags:

Ashok Gehlot

nupur sharma

Udaaipur Tailor Murder

Sachin Pilot