img

Follow us on

Saturday, Jan 18, 2025

Uma Bharti: এবার মদের কারবার বন্ধের দাবিতে আন্দোলনে উমা ভারতী

মদের দোকান বন্ধ হওয়া দরকার, কারণ মদের কারণেই সাংসারিক অশান্তি চরমে ওঠে বিভিন্ন পরিবারে, এমনটাই মত বিজেপি নেত্রী উমা ভারতীর

img

উমা ভারতী

  2023-02-03 14:51:40

মাধ্যম নিউজ ডেস্ক: মদের দোকান বন্ধ হওয়া দরকার, কারণ মদের কারণেই সাংসারিক অশান্তি চরমে ওঠে বিভিন্ন পরিবারে, এমনটাই মত বিজেপি নেত্রী উমা ভারতীর (Uma Bharti)। নেশামুক্ত সমাজ গড়তে এবার মধ্যপ্রদেশে পথে নামলেন নেত্রী (Uma Bharti)। তাঁর আরও দাবি, রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ হোক, বদলে গড়ে উঠুক গোশালা। মদের ধারার বদলে দুগ্ধ ধারা! তাঁর দাবি, যত্রতত্র মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে। মদের দোকান বন্ধ হলে সমাজের অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে বলে মনে করেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন? 

উমার (Uma Bharti) সক্রিয়তা......

মদের দোকানগুলি বন্ধ করতে নিজেই উদ্যোগী হয়েছেন তিনি। জানা গেছে, কয়েকদিন আগে ঠিক সন্ধ্যাবেলায় তিনি একটি মন্দিরে গিয়েছিলেন। অযোধ্যা নগরের ওই মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে একটি মদের দোকান। উমা ভারতী (Uma Bharti) মন্দিরে ঢুকেই ঘোষণা করেন যে তিনি কয়েকদিন ধরে মন্দিরেই থাকবেন। এরমধ্যে যেন পুলিশ ব্যবস্থা নেয় মন্দির সংলগ্ন ওই মদের দোকানের বিরুদ্ধে। 

আরও পড়ুন: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

উমার (Uma Bharti) আরও দাবি 

এদিন তিনি আরও দাবি করেন, বেআইনি মদের কারবার ক্রমশই বাড়ছে। যেখানে সেখানে বেআইনিভাবে মদের দোকান গজিয়ে উঠছে। আর মদ খেয়ে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনাও বাড়ছে। তাই আগে মদের ব্যবসায় লাগাম টানতে পারলেই অনেক অপরাধ কমে যাবে বলে মনে করেন উমা ভারতী। মদের দোকানগুলি উঠিয়ে দিয়ে সেখানে গোয়ালঘর তৈরির দাবি জানিয়েছেন উমা (Uma Bharti)। তাঁর দাবি, মদ বিক্রির থেকে পশুপালন করা অনেক ভাল। তাহলে অন্তত অপরাধের প্রবণতা কমবে।

আরও পড়ুন: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

Uma Bharti


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর