img

Follow us on

Thursday, Sep 19, 2024

Uma Maheswari: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের কন্যা কে উমা মাহেশ্বরীর অস্বাভাবিক মৃত্যু

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, কোনও সুইসাইড নোট-ও পাওয়া যায়নি।

img

উমা মাহেশ্বরী।

  2022-08-02 13:55:01

মাধ্যম নিউজ ডেস্ক: অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা প্রায়ত এনটি রামা রাওয়ের (Former Andhra Pradesh Chief Minister NT Rama Rao) কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার জুবিলি হিলসে (Jubilee Hills) এনটি রামা রাওয়ের কনিষ্ঠ কন্যা কণ্ঠমানেনি উমা মাহেশ্বরীর (K Uma Maheshwari) বাড়িতেই তাঁর নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান এটি আত্মহত্যা৷ তেলেগু দেশম পার্টি প্রতিষ্ঠাতা প্রয়াত এটিআর-এর পরিবারে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটিআর-এর চার কন্যার মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুরও শ্যালিকা ছিলেন। সোমবার হায়দরাবাদের জুবিলি হিলস-এর বাড়িতে তাঁর শোওয়ার ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

আরও পড়ুন: দিল্লিতে আরও এক মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ, বিদেশ যাওয়ার ইতিহাস নেই রোগীর

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং তার জন্য চিকিৎসাও চলছিল। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, কোনও সুইসাইড নোট-ও পাওয়া যায়নি। পরিজনরা জানাচ্ছেন, এমনিতে স্বামীর সঙ্গে থাকতেন উমা। কিন্তু বর্তমানে একাই ছিলেন। সম্ভবত স্বামী গত কিছু দিন বাইরে। গত রবিবার ছোট মেয়ে-জামাই এসে দেখা করে যায় তাঁর সঙ্গে। তার পর কী হল ঠাওর করতে পারছেন না কেউই। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুপুর ১২টা নাগাদ ঘরে ঢুকে ভিতর থেকে তালা বন্ধ করে দেন তিনি। পরে জোর করে দরজা ভাঙতে হয়। তত ক্ষণে সব শেষ। 

আরও পড়ুন: সঞ্জয় রাউতকে চার দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত, খেতে পারবেন বাড়ির খাবার, ওষুধ

১৯৮২ সালে টিডিপি গড়ে তোলার পর কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যকে খর্ব করে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছিল এনটিআর-এর তেলুগু দেশম পার্টি। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাসের মধ্যে ১৯৯৬ সালে ৭২ বছর বয়সে তিনি মারা যান। উমার মৃত্যুর খবর পেয়েই জুবিলি হিলসে উমার বাসভবনে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী দুগ্গুবতী পুরন্দেশ্বরী। আসেন টিডিপি প্রেসিডেন্ট ও অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-র স্ত্রী নারা ভুবনেশ্বরীও। দুগ্গুবতী এবং নারা, দুজনেই সম্পর্কে উমার বোন। মর্মান্তিক খবর পেয়ে ছুটে এসেছিলেন এন চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ-সহ বহু আত্মীয় পরিজন।

Tags:

Uma Maheswari

Andhra CM NT Rama Rao

Andhrapradesh


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর