১০,০০০ কোটি টাকা বিনিয়োগে ২০০টি কমপ্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হবে সারা দেশ জুড়ে
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মতে এটা ঐতিহাসিক বাজেট (Union Budget)। সমস্ত ক্ষেত্রের দিকে সমান নজর ও গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে (Union Budget)। ক্রীড়া থেকে রেল সবকিছু ক্ষেত্রেই যেন কল্পতরু হয়েছে কেন্দ্রের মোদি সরকার। ব্যাপক ট্যাক্স ছাড় দিয়ে মধ্যবিত্তদের মন জিতে নিয়েছে মোদি সরকার। পরিবেশও বাদ যায়নি। পরিবেশ দূষণ কমাতে গোবর্ধন প্রকল্পে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় বাজেটে (Union Budget) অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেন স্বচ্ছ ভারত অভিযান। এর ঠিক পরেই পরিচিতি পায় ‘গোবর্ধন’ প্রকল্প। এই প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আগামী দু’বছরে দেশের ৭৫টি বড় পুরসভায় এই ধরনের গোবর্ধন বায়ো-সিএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এই অভিযান ভারতের শহরগুলিকে পরিষ্কার, দূষণমুক্ত করবে। ক্লিন এনার্জির ব্যবহার বাড়বে।'
গোবর্ধন প্রকল্পে গবাদি পশুদের গোবর বায়োগ্যাসে রূপান্তর করা হয়। জানা গিয়েছে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে গ্রামকে চিহ্নিত করবে কেন্দ্র, তৈরি হবে বায়োগ্যাস। আরও জানা যাচ্ছে, এর সঙ্গে ফেলে দেওয়া বর্জ্য থেকেই তৈরি হবে রিনিউয়েবল এনার্জি।
১০,০০০ কোটি টাকা বিনিয়োগে ২০০টি কমপ্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হবে সারা দেশ জুড়ে। যার মধ্যে ৭৫টি হবে বিভিন্ন শহরে এবং ৩০০টি হবে গোষ্ঠী ভিত্তিক। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সারা দেশে প্রায় ৫৮২টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে বলে জানা গিয়েছে।
পরিবেশবান্ধব বাজেটের আরও কতগুলি পদক্ষেপ
- বিশেষ জোর দেওয়া হবে কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনের ক্ষেত্রে
- হাইড্রোজেন মিশনের জন্য ১৯ হাজার ৭০০ কোটি বরাদ্দ
- ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হবে
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: