এদিন দুপুর একটার আগেই ১৭,৯৪০ পয়েন্ট ছুয়ে ফেলে নিফটি।
সেনসেক্স
মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ বাজেট পেশের পরেই লাফিয়ে বাড়ল সেনসেক্স পয়েন্ট (Union Budget)। চড়চড়িয়ে ওপরে উঠল শেয়ার মার্কেট। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পরেই সেনসেক্স উঠতে শুরু করে দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ৬০,৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছে সেনসেক্স। উত্থান হয়েছে ১.৮৩ শতাংশ। অর্থাৎ আজ সেনসেক্সের বৃদ্ধি ছাড়িয়ে গিয়েছে ১,০০০ পয়েন্ট। মঙ্গলবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়েছিল ৫৯,৫৪৯ পয়েন্টে।
নিফটি ৫০-র সূচকও প্রায় ২৮০ পয়েন্ট (Union Budget) বেড়ে দাঁড়িয়ে ১৭,৯৪০.১০ পয়েন্ট হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা স্টিল, এলটি, এইচডিএফসি, জেএসডব্লু স্টিল-এর স্টক সবথেকে বেশি লাভ করেছে। যদিও আদানি এন্টারটেইনমেন্ট, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আদানি পোর্টস, সান ফার্মার মতো সংস্থাগুলির শেয়ারের দাম পড়েছে।
এদিন দুপুর একটার আগেই ১৭,৯৪০ পয়েন্ট ছুয়ে ফেলে নিফটি (Union Budget)। গত সপ্তাহে তা ১৭,৬০০-য় নেমে গিয়েছিল। সূচকের অবস্থানেই বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীদের মনের ভাব। আজ বাজার বন্ধের আগে এই উত্থানে খুশি বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: কোথাও আরশোলা, তো কোথাও ঝুল! মিড ডে মিল অব্যবস্থায় ক্ষুব্ধ কেন্দ্রীয় দল
প্রসঙ্গত, গত সপ্তাহে হিনডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে ধস নামে আদানির (Union Budget) শেয়ারে। মূলত, গৌতম আদানি গ্রুপের স্টকের দামে কারচুপি হয়েছে বলে দাবি করেছে এই শর্ট সেলিং সংস্থা। এর জেরে, ৬০ শতাংশের বেশি পড়ে গিয়েছে আদানি গ্রুপের স্টক। আজও তলানিতে চলে গিয়েছে আদানি গোষ্ঠীর সব স্টক। বাজার ওপরে উঠলেও আদানি, পোর্ট, আদানি গ্রিন, আদানি উইলমারের মতো স্টকগুলির দাম অনেকটাই পড়েছে।
কিছুক্ষণ আগেই ২০২৩ সালের বাজেট ভাষণ শেষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget)। এবার ৯০ মিনিটেরও কম সময়ে বাজেট ভাষণ শেষ করেছেন তিনি। কিন্তু তাতে এমন কিছু ঘোষণা করলেন, যাতে শেয়ার বাজার চড়তে পারে বলে আগেই ধারণা করেছিল সংশ্লিষ্ট মহল। আর হলও ঠিক তাই।
Tags: